সংসার (পাঠকের লেখা )
সুপ্রভাত মুখার্জি
সংসার বিচিত্র বড়
বেঁচে থাকা কঠিনতর
কেহ নাহি হয় ছোট,
সদা মনে থাকে দৃঢ়।
কারো মনে নাহি ত্যাগ
সদাই পাড়ে উচ্চহাঁক
শিখেছি হেথায় অনেক
নিয়েছি তার কতটুকু?
ছাড়িব না আর এক কপর্দক
থাকিব না আর জড়
এই ভাবেই আসে দ্বন্দ্ব
এক থেকে আর এক হয় মন্দ
ভেঙে এই সুখের নীড়,
হয় টুকরো, টুকরো