নিজস্ব প্রতিবেদন:  চলতি আইপিএলে ফিনিশার ধোনিকে দেখতে পাওয়া যাচ্ছে না আমিরশাহিতে। দীর্ঘদিন পর বাইশ গজে ফিরে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে ধোনির। তাই মাহির পাশে দাঁড়িয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। আইপিএলে ৬ ম্যাচ হয়ে গেল কিন্তু এখনও ফর্মে ফিরলেন না ধোনি। কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে ১০ রানে হারার পর সিএসকে অধিনায়ককে নিয়ে এবার মুখ খুললেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আইপিএলের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে সাত নম্বরে নেমে মাত্র দুটি বল খেললেও রানের খাতা খোলেননি মহেন্দ্র সিং ধোনি।
দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও সাত নম্বরে নামেন ধোনি। ১৭ বলে ২৯ রান করলেও দলকে জেতাতে পারেননি মিস্টার ফিনিশার।
তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাটিং অর্ডারে নিজেকে একধাপ ওপরে ছয় নম্বরে তুলে আনলেও ১২ বলে ১৫ রান করেন ধোনি। ম্যাচ জেতাতে পারেননি মাহি।
চতুর্থ ম্যাচে পাঁচ নম্বরে নেমে ৩৬ বলে ৪৭ রানে অপরাজিত থাকলেও চেন্নাইকে জেতাতে পারেননি ধোনি।
পঞ্চম ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ব্যাট করতে নামতে হয়নি ধোনিকে। ১০ উইকেটে ম্যাচে জেতে সিএসকে।
ছয় নম্বর ম্যাচে কেকেআরের বিরুদ্ধে চার নম্বরে নেমে ১২ বলে ১১ রান করলেও দলকে জেতাতে ব্যর্থ।



কেকেআর ম্যাচ শেষে লারা বলেন, "ধোনিকে বড্ড গোলমেলে লাগছে। সে নিজেই এই জায়গাটা তৈরি করেছে। আমার মনে হয় অন্য ক্রিকেটারের দিকে এবার তাকানো দরকার। কারন কোন কিছুই আর ধোনির পক্ষে যাচ্ছে না।"



আরও পড়ুন - গ্যালারি থেকে কিং খান চেঁচিয়ে উঠলেন "রাহুল, নাম তো শুনা হোগা!" তারপর ...