নিজস্ব প্রতিবেদন : এগারো মিনিটের ইনজুরি টাইমে থ্রিলার। শেষ মুহূর্তে গোল করে সাদার্ন সমিতির বিরুদ্ধে হার বাঁচাল মহমেডান। ম্যাচ ১-১ গোলে অমীমাংসীত। ঘুঁষি মারার অভিযোগে সাদার্নের ফুটবলার শ্যাম মন্ডলের বিরুদ্ধে FIR করলেন ম্যাচের রেফারি দেবাশিস মান্ডি।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যত কাণ্ড ইনজুরি টাইমে। প্রথমে করিম ওমোলোজোর লালকার্ড দেখে বেরিয়ে যাওয়া। তারপর আর্থার কাওয়াসির গোলে সমতা ফেরানো। মহমেডান-সাদার্ন সমিতির মধ্যে ঘরোয়া লিগের ম্যাচে এগারো মিনিটের ইনজুরি টাইমে রুদ্ধশ্বাস থ্রিলার চলে। শেষ পর্যন্ত খেলা অমীমাংসীত থাকে ১-১ গোলে। মহমেডান মাঠে প্রথমার্ধে কালু ওগবার গোলে এগিয়ে যায় সাদার্ন সমিতি। সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ঝাঁপালেও কিছুতেই বিপক্ষের গোলমুখ খুলতে পারছিল না সুব্রত ভট্টাচার্যের দল। একের পর এক গোল মিস আর বল পোস্টে লেগে ফেরায় কাজটা আরো কঠিন হয়ে যায় সাদা-কালো শিবিরের কাছে। ইনজুরি টাইমে করিম লাল কার্ড দেখায় দশজনে হয়ে যেতে হয় মহমেডানকে। শেষ পর্যন্ত আর্থারের বাঁ পায়ের দুরন্ত গোল হার বাঁচায় মহমেডানের। ঘরোয়া লিগে দুই ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও জয় অধরা সাদা-কালো ব্রিগেডের।




এদিকে ময়দানে নজিরবিহীন ঘটনা ঘটন এদিনের ম্যাচে। সাদার্ন সমিতির ফুটবলার শ্যাম মন্ডলের বিরুদ্ধে FIR করলেন ম্যাচের রেফারি দেবাশিস মান্ডি। অভিযোগ খেলা অমীমাংসীত ভাবে শেষ হওয়ার পর রেফারিকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে থাকেন সাদার্ন সমিতির ফুটবলার শ্যাম মন্ডল। সঙ্গে সঙ্গে তাঁকে লাল কার্ড দেখান রেফারি। তারপরেই রেফারিকে শ্যাম মন্ডল ঘুঁষি মারেন বলে অভিযোগ। মাঠেই ক্ষোভে ফেটে পড়েন রেফারিরা। এরপর অভিযুক্ত ফুটবলারের বিরুদ্ধে FIR করেন ম্যাচের রেফারি দেবাশিস মান্ডি। ঘটনার বিস্তারিত রিপোর্ট দেওয়া হচ্ছে আইএফএ-কে। সেই রিপোর্ট দেখেই সিদ্ধান্ত নেবে রাজ্য ফুটবল সংস্থা।


আরও পড়ুন - অ্যাসেজ সিরিজ, টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রেখেছে; বললেন সৌরভ গাঙ্গুলি