অ্যাসেজ সিরিজ, টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রেখেছে; বললেন সৌরভ গাঙ্গুলি
শেষ দিনে টেস্ট ক্রিকেটের এমন উন্মাদনা অ্যাসেজেই সম্ভব।
নিজস্ব প্রতিবেদন : বৃষ্টিবিঘ্নিত লর্ডস টেস্টের শেষ দিনেও টান-টান উন্মাদনা। প্রথম দিন বৃষ্টিতে পুরো খেলা ভেস্তে যাওয়ার পাশাপাশি বাকি দিন গুলোতেও বৃষ্টির বাধা এসে পড়েছিল। তা স্বত্ত্বেও শেষ দিনে টেস্ট ক্রিকেটের এমন উন্মাদনা অ্যাসেজেই সম্ভব। আর এই অ্যাসেজ সিরিজই টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রেখেছে বলে টুইট করলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
লর্ডসে শেষ দিনে ২৫৮/৫ রানে দ্বিতীয় ইনিংসে ডিক্লেয়ার করে দেয় ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার সামনে জেতার জন্য ২৬৭ রানের টার্গেট দেয় ব্রিটিশরা। স্মিথহীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোফ্রা আর্চার আর জ্যাক লিচের দুরন্ত বোলিংয়ের সৌজন্যে লর্ডসে জয়ের গন্ধ পেয়ে যায় ইংল্যান্ড। এজবাস্টন টেস্ট হেরে ০-১ এ সিরিজে পিছিয়ে থাকা ইংল্যান্ড মরিয়া হয়ে ওঠে। তবে মারনাস ল্যাবুশানে আর ট্রাভিস হেড অস্ট্রেলিয়ার হার বাঁচায়। খেলা শেষ হওয়া পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের হয়ে আর্চার ও লিচ ৩টি করে উইকেট নেন দ্বিতীয় ইনিংসে। টান-টান উন্মাদনায় শেষ পর্যন্ত ড্র হয় টেস্টটি।
The” Ashes “ series have kept test cricket alive .... upto rest of the world to raise their standards
— Sourav Ganguly (@SGanguly99) August 18, 2019
জমজমাট লর্ডস টেস্ট শেষে টুইট করে সৌরভ গাঙ্গুলি লেখেন, "অ্যাসেজ সিরিজের এই উন্মাদনাই টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রেখেছে। এরপর বাকি দলগুলির খেলার মান আরও বাড়াতে হবে।"
আরও পড়ুন - স্টিভ স্মিথের ঘটনা থেকে শিক্ষা নিয়ে হেলমেট নেক-গার্ড বাধ্যতামূলক করছে ক্রিকেট অস্ট্রেলিয়া!