`শাপেকোয়েন্সে`র ছায়া কানাডায় আইস হকি দলের বাসে
সূত্রের খবর, আরও ১৪ জন আহত অবস্থায় চিকিত্সাধীন, যাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
নিজস্ব প্রতিবেদন : ফের মর্মান্তিক দুর্ঘটনা। শাপেকোয়েন্সের বিমান দুর্ঘটনার পর প্রায় আস্ত একটা দলই শেষ হওয়ার মুখে। বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কানাডার জুনিয়র আইস হকি দলের ১৪ জন খেলোয়াড়ের এখন পর্যন্ত মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, আরও ১৪ জন আহত অবস্থায় চিকিত্সাধীন, যাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার তিসদেল শহর থেকে ২৮ কিলোমিটার উত্তরে সাসকাচেওয়ান প্রদেশে বিকেল পাঁচটার সময় দুর্ঘটনাটি হয়েছে বলে জানিয়েছে রয়্যাল মাউন্টেন পুলিস। সাসকাচেওয়ান জুনিয়র হকি লিগের প্লে-অফ খেলতে যাচ্ছিল দলটি। বাসে মোট ২৮ জন ছিলেন বলে জানিয়েছে পুলিস। ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাসটি দুমড়ে মুচড়ে গিয়েছে।
আরও পড়ুন - কমনওয়েলথ গেমসে হকিতে এগিয়ে থেকেও পাকিস্তানের সঙ্গে ড্র করল ভারত
দুর্ঘটনার খবরে শোকের ছায়া ক্রীড়ামহলে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টুইটে শোকপ্রকাশ করেছেন।