নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়া সফরে একদিনের সিরিজের পর এবার বিরাটদের সামনে টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। বুধবার ক্যানবেরার মানুকা ওভালে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ বাঁচানোর পর শুক্রবার একই ভেন্যুতে টি-টোয়েন্টি সিরিজে অভিযান শুরু করবে কোহলির দল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


একদিনের সিরিজ একপেশে হলেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ডনের দেশে ওয়ান ডে সিরিজে হারের বদলা টি-টোয়েন্টি সিরিজের নিতে তৈরি কোহলি অ্যান্ড কোম্পানি।



অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কী হতে পারে ভারতের প্রথম একাদশ- শিখর ধাওয়ানের সঙ্গে ওপেনে মায়াঙ্কা আগরওয়াল। আইপিএলে দুজনেই ভালো ফর্মে ছিলেন। তবে একদিনের সিরিজে পাঁচ নম্বরে নেমে ব্যাট হাতে তেমন চমক দেখাতে পারেননি আইপিএলে অরেঞ্জ ক্যাপ জয়ী কেএল রাহুল। শিখর ধাওয়ান এর সঙ্গে তাই ওপেনিংয়ে রাহুল ফিরতে পারেন। রোহিত শর্মাও নেই তাই অভিজ্ঞ রাহুল তাঁর পছন্দের জায়গায় ব্যাটিং করতে পারেন কুড়ি-বিশের লড়াইয়ে।



তিনে বিরাট কোহলি, চারে সম্ভবত শ্রেয়স আইয়ার। ওয়ান ডে সিরিজে রান পাননি তাই শ্রেয়সকে বিশ্রাম দিয়ে মনীশ পান্ডেকেও খেলাতে পারেন বিরাট। ওয়ান ডে সিরিজের দুরন্ত ব্যাটিংয়ের পর টি-টোয়েন্টিতেও হার্দিকের ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে থাকবেন ক্যাপ্টেন কোহলি। সঙ্গে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা তো রয়েছেনই। তিন পেসার সম্ভবত দীপক চাহার, টি নটরাজন এবং মহম্মদ শামি। বুমরাহকে প্রথম টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হতে পারে। স্পিনার হিসেবে জাদেজার সঙ্গী হতে পারেন ওয়াশিংটন সুন্দর।


 


আরও পড়ুন - মেসি এখনও পাননি, রোনাল্ডো জিতে নিলেন 'গোল্ডেন ফুট' পুরস্কার