মেসি এখনও পাননি, রোনাল্ডো জিতে নিলেন 'গোল্ডেন ফুট' পুরস্কার
১৩ বছরে মেসি এই পুরস্কার জেতেননি। অবশেষে ১৪ তম বছরে এসে এই পুরস্কার জিতলেন রোনাল্ডো।
নিজস্ব প্রতিবেদন: লিওনেল মেসি কোনও দিন যে পুরস্কার পাননি এবার সেই পুরস্কার পেয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুটবল বিশ্বে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এক গোলে এগিয়ে গেলেন সিআর সেভেন। গোল্ডেন ফুট পুরস্কার পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
ফুটবল বিশ্বের প্রায় সব সেরা ব্যক্তিগত খেতাবই গত দেড় দশক ধরে দখল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুধু পাননি গোল্ডেন ফুট পুরস্কার। ২০০৩ সাল থেকে এই পুরস্কার দেওয়া হয়। বিশ্বের বাছাই করা সাংবাদিক ও সমর্থকদের ভোটের নিরিখে। যিনি এই খেতাব জেতেন তাঁর পায়ের ছাপ তুলে রাখা হয় মোনাকোর মিউজিয়াম 'দা চ্যাম্পিয়ন প্রমেনাদে'তে। গত বছর এই পুরস্কার পেয়েছিলেন লুকা মদ্রিচ।
১৩ বছরে মেসি এই পুরস্কার জেতেননি। অবশেষে ১৪ তম বছরে এসে এই পুরস্কার জিতলেন রোনাল্ডো। মেসি আর রবার্ট লেওয়ানডস্কিকে হারিয়ে। গত মরসুমে ৪৬ ম্যাচে ৩৭ গোল করার জন্য এই স্বীকৃতি পেলেন সিআর সেভেন।
আরও পড়ুন - রোনাল্ডো একাই ৭৫০, মাইলস্টোন স্পর্শ করে আবেগঘন বার্তা সিআর সেভেনের