নিজস্ব প্রতিবেদন: ইংল্য়ান্ডে খেলতে যাওয়া ভারতীয় শিবিরে করোনার থাবা। ২৩ জন ভারতীয় ক্রিকেটরের (Indian cricketers) মধ্যে দু'জন Covid পজিটিভ। বর্তমানে আইসোলেশনে রয়েছেন তাঁরা। সম্ভবত তাঁদের ছাড়াই বৃহস্পতিবার ডারহ্যামের উদ্দেশে রওনা দেবেন ভারতীয় ক্রিকেট দলের বাকি সদস্যরা। সেখানে বায়ো বাবেলের (Bio-bubble) মধ্যে রাখা হবে বিরাট-বাহিনীকে।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, সংক্রমিত একজনের করোনা রিপোর্ট ইতিমধ্য়ে নেগেটিভ এসেছে। অন্যজন উপসর্গহীন এবং বর্তমানে  আইসোলেশনে রয়েছেন। ডেল্টা প্রজাতির বাড়বাড়ন্তের কথা উল্লেখ করে সম্প্রতি ভারতীয় দলকে সতর্ক বার্তা দিয়েছিলেন BCCI-এর সেক্রেটারি জয় শাহ (Joy Shah)।  



আরও পড়ুন: অর্ধেক বেতনে ৫ বছরের চুক্তি! Barcelona তেই Lionel Messi!


আরও পড়ুন: Omid Singh র বকেয়া মিটিয়ে দিতে East Bengal কে চিঠি দিল FIFA


চিঠিতে ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের জমায়েত এড়িনোর বার্তা দিয়েছিলেন জয় শাহ। এমনকী, Wimbledon এবং Euro Championships-এর ম্যাচ দেখতে যেতেও নিষেধ করেছিলেন। তবে আশঙ্কা সত্যি করে এবার ভারতীয় দলেও করোনা থাবা বসাল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর বর্তমানে ইংল্যান্ডেই ছুটি কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা ৷ ৪ আগস্ট থেকে শুরু হবে ভারত-ইংল্য়ান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।