ক্রিকেটারদের পর এবার আম্পায়ারদের পালা, IPL থেকে সরে দাঁড়ালেন নীতিন মেনন
ভারতীয় এই আম্পায়ারের মা এবং স্ত্রী করোনা আক্রান্ত, বলে জানিয়েছেন তিনি।
নিজস্ব প্রতিবেদন- এবার আইপিএল থেকে নাম সরিয়ে নিলেন ২ আম্পায়ার। ভারতের এই ক্রোড়পতি লিগ এবার নানা ধরণের বাধার সম্মুখীন হচ্ছে। আগেই একাধিক ক্রিকেটার নাম সরিয়ে নিয়েছেন। এবার তালিকায় শুক্ত হলেন একাধিক আম্পায়ার। তালিকায় নতুন নাম নীতিন মেনন (Nitin Menon)। ভারতীয় এই আম্পায়ারের মা এবং স্ত্রী করোনা আক্রান্ত, বলে জানিয়েছেন তিনি। তাই আইপিএল (IPL) থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বোর্ডের তরফে জানানো হয়েছে, মেননের বাড়িতে শিশু রয়েছে। করোনা আক্রান্ত হওয়ায় মেননের মা এবং স্ত্রী-র পক্ষে শিশুটির দেখাশোনা করা সম্ভব হবে না। তাই ফিরে যেতে হচ্ছে মেননকে।‘
এদিকে, অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ও আম্পায়ার পল রিফেলও (Paul Reiffel) আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ভারত থেকে অস্ট্রেলিয়া (Australia) যাওয়ার বিমান পরিষেবা বন্ধ করে দেওয়ার পরেই ভয়ে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। রিফেল জানিয়েছেন বাড়ি ফিরতে পারবেন না ভেবে তিনি ভীত। যেহেতু অস্ট্রেলিয়া ভারতের সব বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে তাই নিজেকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন রিফেল।
আরও পড়ুন: IPL 2021: দেশে ফেরা নিয়ে আদৌ ভাবিত নন Ricky Ponting! কিংবদন্তির মন কাঁদছে শুধু ভারতের কষ্টে
যদিও এই ২ জনের পরিবর্ত বেছে নিয়েছে বিসিসিআই (BCCI)। মেনন আইসিসি-র এলিট প্যানেলের আম্পায়ার (Elite panel)। ভারত-ইংল্যান্ড সিরিজে অভিষেক হয় তাঁর। আইপিএল-এও মেননের আম্পায়ারিং উচ্চ প্রশংসিত হয়েছে।