ICC World Cup 2019: অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ফিরলেন ডেভিড ওয়ার্নার-স্টিভ স্মিথ বাদ পড়লেন হ্যান্ডসকম্ব-হ্যাজেলউড
জানুয়ারি থেকে পিঠের চোটে ভুগতে থাকা হ্যাজেলউডকে দলে রাখেননি অজি নির্বাচকরা।
নিজস্ব প্রতিবেদন : জল্পনার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ফিরলেন ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ। টিম কম্বিনেশন ঠিক রাখতে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে আসা পিটার হ্যান্ডসকম্বকে বাদ দিতেই হল ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকদের। একই সঙ্গে চোটের কারণে ভুগতে থাকা পেসার জোস হ্যাজেলউডকেও বিশ্বকাপের দলে রাখেননি অজি নির্বাচকরা। বিশ্বকাপে অজিদের নেতৃত্ব দেবেন অ্যারোন ফিঞ্চ।
স্মিথ এবং ওয়ার্নার যে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ফিরবেন তা একপ্রকার নিশ্চিতই ছিল। ২০১৮ সালে মার্চ মাসে কেপটাউন টেস্টে বল বিকৃতি কাণ্ডে এক বছরের জন্য স্মিথ-ওয়ার্নারকে নির্বাসিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। চলতি বছরে মার্চ মাসের শেষেই সেই নির্বাসনের মেয়াদ শেষ হয়েছে। তাই প্রত্যাশিতভাবেই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে সুযোগ পেলেন স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। এদিকে টিম কম্বিনেশন ঠিক রাখতে গিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন পিটার হ্যান্ডসকম্ব। অস্ট্রেলিয়ার হয়ে শেষ ১৩ ম্যাচে একটি সেঞ্চুরি আর তিনটি হাফ সেঞ্চুরি করেছেন। ব্যাটিং গড় ৪৪, তারপরেও বিশ্বকাপ দলে সুযোগ পেলেন না হ্যান্ডসকম্ব।
হ্যান্ডসকম্বের মতোই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে নেই পেসার জোস হ্যাজেলউড। জানুয়ারি থেকে পিঠের চোটে ভুগতে থাকা হ্যাজেলউডকে দলে রাখেননি অজি নির্বাচকরা। তবে বিশ্বকাপের দলে রয়েছেন মিচেল স্টার্ক। স্টার্কের পাশাপাশি দলের পেস আক্রমণে রয়েছেন জেই রিচার্ডসন, প্যাট কামিন্স, জেসন বেহরেনডর্ফ এবং নাথান কুল্টার-নাইল। দলে সুযোগ পাননি অ্যাস্টোন টার্নারও। দলে একমাত্র উইকেটকিপার অ্যালেক্স ক্যারি। স্মিথ দলে ফিরলেও বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের নেতৃত্বের ব্যাটন থাকবে অ্যারোন ফিঞ্চের হাতেই। পয়লা জুন আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল: অ্যারোন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কোস স্টোইনিস, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), অ্যাডাম জাম্পা, নাথান লিঁও, জেসন বেহরেনডর্ফ, নাথান কুল্টার-নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জেই রিচার্ডসন।
আরও পড়ুন - ICC World Cup 2019: ভারতের বিশ্বকাপ দলে দীনেশ কার্তিক, সুযোগ পেলেন না ঋষভ পন্থ