নিজস্ব প্রতিবেদন : শহর কলকাতায় প্রথমবার বসতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম। ১৯ ডিসেম্বর আইপিএল নিলামে উঠতে চলেছেন ৯৭১ জন ক্রিকেটার। বিসিসিআই জানিয়েছে, বিকিকিনির বাজারে ৯৭১ জন ক্রিকেটারের মধ্যে ৭১৩ জন ভারতীয় ,বাকি ২৫৮ জন বিদেশি ক্রিকেটার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



৯৭১ জন ক্রিকেটারের মধ্যে ৬৩৪ জন আনক্যাপড ভারতীয়  ক্রিকেটার এবং ৬০ জন বিদেশি আনক্যাপড ক্রিকেটার রয়েছেন, যারা অন্তত একটি করে আইপিএল ম্যাচ খেলেছে৷  বিদেশি ক্যাপড ক্রিকেটারের সংখ্যা ১৯৬। ভারতীয়দের মধ্যে ১৯জন রয়েছেন ক্যাপড প্লেয়ার৷ আর ২ জন ক্রিকেটার হলেন অ্যাসোসিয়েট দেশের৷


আরও পড়ুন- এবার সুইস কয়েনে জীবন্ত কিংবদন্তি ফেডেরার


নিলাম ঘরে মোট ২৫৮ জন বিদেশি ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বেশি  ৫৫ জন রয়েছেন অস্ট্রেলিয়ার৷  তারপরেই রয়েছে দক্ষিণ আফ্রিকার (৫৪)।  এছাড়াও শ্রীলঙ্কা থেকে ৩৯, ওয়েস্ট ইন্ডিজের ৩৪, নিউজিল্যান্ডের ২৪, ইংল্যান্ডের ২২ এবং আফগানিস্তানের ১৯ জন ক্রিকেটার রয়েছেন এই তালিকায়। আর বাংলাদেশ থেকে রয়েছেন ৬ জন ক্রিকেটার। ৩জন জিম্বাবোয়ে, নেদারল্যান্ডস ও আমেরিকার একজন করে ক্রিকেটার রয়েছেন এই তালিকায়। এবারও নিলাম ঘরে হাতুরি থাকবে হাগ এডমেডেসের হাতেই।