৭ লাখ টাকার মিল খেয়ে ট্রোলড আকাশ চোপড়া!
ছোলা ৯০ হাজার। পনির বাটার ৯৯ হাজার। পনির টিকিয়া ৯৬ হাজার। জল (৩টি) ৬০ হাজার। কুলচা (৩টি) ১ লাখ ২৬ হাজার। ভেজ কাবাব ১ লাখ ৩৫ হাজার। সার্ভিস ট্যাক্স ৩০ হাজার।
নিজস্ব প্রতিবেদন: সংখ্যাটা ৬ লাখ ৯৯ হাজার ৯৩০। ৭ লাখ থেকে ৭০ টাকা কম। এই টাকাটা খরচ হয়েছে এক বেলার মিল খেয়ে! হ্যাঁ, সত্যিই তাই। আর যিনি এই মিল খেয়েছেন, তাঁর নাম আকাশ চোপড়া। ইনি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার। তবে এখন তিনি বেশি পরিচিত ক্রিকেট ধারাভাষ্যকার হিসাবেই।
আরও পড়ুন- বিসিসিআইয়ের খাতায় এখনও অধিনায়ক ধোনিই
আইপিল তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটেও কমেন্ট্রি বক্সে আকাশ চোপড়া এখন একটি জনপ্রিয় নাম। সোশ্যাল মিডিয়াতেও তাঁর অনুরাগী সংখ্যাও নেহাত কম নয়। বলা যেতে পারে, আকাশ চোপড়াকে বেশ পছন্দই করে ক্রিকেট জনতা। এহেন আকাশ বিদ্রুপের শিকার হলেন স্রেফ একটা খাবারের বিল পোস্ট করায়।
সম্প্রতি ইন্দোনেশিয়ায় গিয়েছেন এই তারকা ধারাভাষ্যকার। সেদেশের মুদ্রায় ৬ লাখ ৯৯ হাজার ৯৩০ একটি মিল খেয়েছেন তিনি। ছোলা ৯০ হাজার। পনির বাটার ৯৯ হাজার। পনির টিকিয়া ৯৬ হাজার। জল (৩টি) ৬০ হাজার। কুলচা (৩টি) ১ লাখ ২৬ হাজার। ভেজ কাবাব ১ লাখ ৩৫ হাজার। সার্ভিস ট্যাক্স ৩০ হাজার। এছারাও আকাশকে দিতে হয়েছে ১০ শতাংশ ট্যাক্স (৬৩ হাজার ৬৩০ টাকা)। সব মিলিয়ে ৭ লাখ থেকে ৭০ টাকা কম- এই বিল চুকিয়ে এসছেন তিনি। আকাশের এই বিল পোস্ট হতেই তা নিয়ে চর্চা শুরু হয়ে যায়। যদিও পরে আকাশ নিজেই জানিয়ে দেন ইন্দোনেশিয়ার রুপিয়া অনুযায়ী তা ৭ লাখ হলেও ওই মিলের জন্য ভারতীয় টাকায় কেবল ৩৫০০ টাকাই খরচ করেছেন তিনি (ভারতীয় ১ টাকা = ইন্দোনেশিয়ার ২১০ রুপিয়া)। আকাশ এও জানান, নিছক মজা করতেই এই পোস্ট করেছেন তিনি।
আরও পড়ুন- শূন্য দিয়ে শুরু করল তেন্ডুলকর