স্কি প্রতিযোগিতায় খাতা খুলল ভারত, আঁচলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
ফেডারেশন ইন্টারন্যাশনাল স্কি প্রতিযোগিতায় অপ্রত্যাশিত জয়ের পর আঁচল বলছেন, `তুরস্ক আমায় নিরাশ করল না`।
ওয়েব ডেস্ক: হিমাচল কন্যার বিশ্বজয়। তুরস্কে আয়োজিত স্কি প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতে খবরের শিরোনামে ২১ বছরের আঁচল ঠাকুর। আর শৈল কন্যার হাত ধরেই আন্তর্জাতিক স্কি প্রতিযোগিতায় এই প্রথম পদক জিতল ভারত। পদক জয়ের পর টুইটে আঁচল নিজের অভিব্যক্তি জানিয়ে লিখেছেন, "অবশেষে অভূতপূর্ব কিছু ঘটল। আমার প্রথম আন্তর্জাতিক পদক জয়।" ফেডারেশন ইন্টারন্যাশনাল স্কি প্রতিযোগিতায় অপ্রত্যাশিত জয়ের পর আঁচল বলছেন, "তুরস্ক আমায় নিরাশ করল না"।
আরও পড়ুন- আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলবে ভারত
হিমাচল প্রদেশের আঁচল ঠাকুরের এই অভূতপূর্ব কীর্তির পর স্বয়ং নরেন্দ্র মোদী লিখেছেন, "স্কিং প্রতিযোগিতায় আন্তর্জাতিক পদক জয়ের জন্য তোমাকে অভিনন্দন। তুরস্কে এফআইএস আন্তর্জাতিক স্কিং প্রতিযোগিতায় তোমার এই জয় দেশকে গর্বিত করেছে। আরও এগিয়ে যাও।"
আঁচল ঠাকুর বাহবা কুড়িয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা অলিম্পিক পদক জয়ী শুটার রাজ্যবর্ধন সিং রাঠোরও।