ওয়েব ডেস্ক: এবি ডিভিলিয়ার্স। আধুনিক ক্রিকেটের সুপারম্যান। আজ তাঁর জন্মদিন। পা দিলেন ৩৩ বছর বয়সে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হয়েও শুধু দেশেই নয়, গোটা ক্রিকেটবিশ্বে আলাদারকম মর্যাদা পান এবি ডিভিলিয়ার্স। উইকেটকিপিং করতনে। ব্যাটিংটা তো ঝড়ের মতো করেন। প্রচুর কিছুতে সমানভাবে পারদর্শী এবি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন সচিন তেন্ডুলকরের বিচারে সেরা বিপক্ষ অধিনায়ক কে জানেন?


একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে কম বলে সেঞ্চুরির রেকর্ডও তাঁর দখলে। কিন্তু আজ জন্মদিনে আপনার প্রিয় ক্রিকেটারের কোনও ব্যাটিং ইনিংসের ঝলক নয়, দেখুন বরং তাঁর ফিল্ডিংয়ের নমুনা। দক্ষিণ আফ্রিকাই উফপহার দিয়েছে জন্টি রোডসের মতো ফিল্ডারকে। আর সেই জন্টির দেশের সার্থক উত্তরসূরীই যে এবি ডিভিলিয়ার্স। সেটা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর করা এই রান আউটটা বিশ্বের সর্বকালের অন্যতম সেরা তো বটেই।


 


আরও পড়ুন  অশ্বিনের মোকাবিলা করার জন্য গেমপ্ল্যান রেডি ওয়ার্নারের