নিজস্ব প্রতিবেদন : পিঠের চোটের কারণে পাকিস্তান সুপার লিগ থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স। পিএসএলে লাহোর কলন্ডর্সের হয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে বেশ কয়েকটি ম্যাচও খেলেন তিনি। কিন্তু চোটের কারণে পিএসলে খেলতে না পারায় হতাশ এবিডি। একই সঙ্গে আসন্ন আইপিএলে ডিভিলিয়ার্সের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিচ্ছে।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাক লিগ থেকে ছিটকে গিয়ে এবি জানান, " আমার খুব খারাপ লাগছে এই ভেবে যে আমি এবার আর পাকিস্তানের দর্শকদের সামনে খেলতে পারব না। কিন্তু আমার কিছু করা নেই। ডাক্তার আমাকে দু সপ্তাহ বিশ্রাম নিতে বলেছে। তার মানে এবার আর আমার খেলা সম্ভব নয়।" সেই সঙ্গে তিনি আরও বলেন, " আশা করি পরের বার আমি আবার এই পাক লিগে ফিরব। দলকে ট্রফি জেতাতে সাহায্য করব।"


এবিডি-র চোট কিন্তু চিন্তায় ফেলে দিতে পারে আইপিএল-র বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি দলকে। বিরাট কোহলির দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য টি-টোয়েন্টি স্পেশালিস্ট এবি ডিভিলিয়ার্স। কিন্তু আগামী দু সপ্তাহের মধ্যে যদি তিনি সুস্থ হয়ে না ওঠেন সেক্ষেত্রে আইপিএল-এ শুরুর দিকে অনিশ্চিয়তা এবি ডিভিলিয়ার্সকে ঘিরে।   


আরও পড়ুন - আইপিএল-এ হস্তক্ষেপ করবে না, জানিয়ে দিল আইসিসি