ওয়েব ডেস্ক: শুটিং থেকে অবসর নিলেন অভিনব বিন্দ্রা। অলিম্পিকে ভারতের একমাত্র সোনাজয়ী খেলোয়াড় রবিবার তাঁর অবসর ঘোষণা করেন। সদ্যসমাপ্ত রিও অলিম্পিকে খারাপ পারফরম্যান্সের জন্যই এই অবসর বলে জানা গেছে। তবে অভিনব বিন্দ্রা জানিয়েছেন তরুণদের হাতে ব্যাটন তুলে দেওয়ার এটাই সঠিক সময়। তাই তিনি নিজে থেকেই এবার সরে দাঁড়ালেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন জল মানে জীবন হলে সলিলের আবার মৃত্যু হয় নাকি!


অভিনব বিন্দ্রা ভারতের হয়ে পাঁচবার অলিম্পিকে অংশ নিয়েছিলেন। দুহাজার সালে প্রথমবার সিডনি অলিম্পিকে অংশ নেন। দুহাজার আটে বেজিং অলিম্পিকে দশ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। তাঁর আগে বা পরে ভারতের খেলাধুলোর ইতিহাসে আর কেউ অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতেননি।


আরও পড়ুন  কূলের ভূষণ কতটা রাখছেন শ্রুতি!