কর্মক্ষেত্রে বা যেখানেই হোক না কেন কাজের প্রশংসা না পেলে মনখারাপ হয়ে যায়। তবে জানেন কী , কোচ রমাকান্ত আচারেকর নাকি কখনও সচিনকে বলেননি ‘ওয়েল প্লেইড’। এবার সেই গল্প নিজেই জানালেন মাস্টার ব্লাস্টার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- গোড়ালির চোট,দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজে নেই ঝুলন  


শিবাজী পার্কে রমাকান্ত আচারেকরের কাছে ক্রিকেটের এ বি সি ডি শিখেছিলেন সচিন রমেশ তেন্ডুলকর। একথা সবারই জানা। কিন্তু যেটা জানা ছিল না সেটাই এবার জানালেন মাস্টার। তিনি বলেন, “কোচ এবং গুরু হলেন বাবা মায়ের মত কারণ অনেকটা সময় তাঁদের সঙ্গে কাটাতে হয়। আমার অনেক কিছু শিখি তাঁদের থেকে। স্যার (রমাকান্ত আচারেকর) খুব কড়া ছিলেন। কখনও আমাকে বলেননি ‘ওয়েল প্লেইড’। তবে খুব ভালোবাসতেন, যত্ন নিতেন তিনি।  আমি জানতাম, স্যার আমাকে নিয়ে ভেলপুরি কিংবা পাণিপুরি খাওয়াতে নিয়ে যাওয়ার মানে আমি মাঠে ভাল কিছু করেছি।“


আরও পড়ুন- 'হর্ন নট ওকে প্লিজ‍' অভিযানে সামিল সচিন তেন্ডুলকর


প্রকাশ্যে কোনওদিন ‘ওয়েল প্লেইড’ না বলেই হয়তো সচিনের মধ্যে ভালো খেলার খিদেটা তৈরি করেছিলেন গুরু আচারেকর। শৈশবের শিবাজী পার্কে সচিনকে সেদিন ‘ওয়েল প্লেইড’ বললে হয়তো আজ ভারতীয় ক্রিকেটের ভগবান হয়ে ওঠা হত কিনা, কে বা তা জানত।


খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়