নিজস্ব প্রতিবেদন: ভারতের উদ্বেগজনক করোনা (COVID-19) পরিস্থিতি নিয়ে এবার টুইট করলেন অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist)৷ অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটসম্যান যা বললেন তা বিতর্কের ঝড় তুলে দিল সোশ্যালে! ঘুরিয়ে তিনি করোনা বিধ্বস্ত ভারতে আইপিএলের যৌক্তিকতা নিয়েও সুকৌশলে প্রশ্ন তুললেন 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার আইপিএল জয়ী ক্যাপ্টেন লিখলেন, "প্রতিটি ভারতবাসীকে আমার শুভেচ্ছা৷ ওখানে করোনা আক্রান্তের সংখ্যা ভয় ধরানোর মতো৷ কিন্তু আইপিএল চলছে! এই সময়ে আইপিএল কি অনুপযুক্ত? নাকি প্রতি রাতে বিভ্রান্ত করা? আপনাদের ভাবনা যাই হোক না কেন, আমার প্রার্থনা আমার সঙ্গে রইল৷" যদিও গিলির টুইট আইপিএলের ফ্যানেরা সমর্থন করলেন না৷ 






একজন লিখলেন, "না স্যার, এটা সেরকমই এক বিভ্রান্তি যা মানুষকে ঘণ্টার পর ঘণ্টা বাড়িতে বসিয়ে রাখি৷" অপর একজন টুইটার ইউজার লিখলেন, "প্লেয়াররা আইপিএলে খেলে আমাদের কিছুটা হলেও বিনোদন দিচ্ছে এই কঠিন সময়৷ আমার চোখে ছদ্মবেশে আশীর্বাদ৷৷" কেউ লিখলেন, "ক্রিকেট ভারতকে এগিয়ে নিয়ে গিয়েছে বারবার৷ আইপিএলের সাফল্যের সঙ্গেই চাইব আমরা যেন করোনার বিরুদ্ধেও জিতি৷"