ওয়েব ডেস্ক: টি২০ ক্রিকেটে তৃতীয় ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক হলেন অ্যাডাম লিথ। ইয়র্কশায়ারের হয়ে নর্দাম্পটনশায়ারের বিরুদ্ধে এই নজির গড়লেন লিথ।ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টে, খেললেন মাত্র ৭৩ বলে ১৬১ রানের ঝোড়ো ইনিংস! টি২০ ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে ক্রিস গেইলের নামে। গেইল করেছিলেন ১৭৫। দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক জিম্বাবোয়ের হ্যামিলটন মাসাকাদজা। তিনি ২০১৬ সালে নিজেদের ঘরোয়া টি২০-তে খেলেছিলেন ১৬২ রানের ইনিংস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন সেহবাগ, গম্ভীর, রিচার্ডসের রেকর্ড ছুঁয়ে ফেললেন জো রুট


লিথের ১৬১ রানের ইনিংস সাজানো ২০ টি চার এবং ৭টি বিশাল ছক্কা দিয়ে। লিথের ঝোড়ো ইনিংসে ভর করেই ইয়র্কশায়ার ২০ ওভারে তোলে চার উইকেটে ২৬০ রান। এমন একটা দুর্দান্ত ইনিংস খেলার পর লিথ বলেন, 'এরকম ইনিংস খেলতে পারলে কার আর আনন্দ হবে না? আমিও খুব খুশি। চাই এরকম ভাল ইনিংস আরও অনেক খেলতে।'


আরও পড়ুন  বিরাট কোহলির ঢালাও প্রশংসা করলেন মাইকেল ক্লার্ক