সেহবাগ, গম্ভীর, রিচার্ডসের রেকর্ড ছুঁয়ে ফেললেন জো রুট
ওয়েব ডেস্ক: একের পর এক রেকর্ড করে যাচ্ছেন ইংরেজ ব্যাটসম্যান জো রুট। এবার ইংল্যান্ডের ঐতিহাসিক গোলাপি বলের টেস্টেও বাজিমাত রুটের। এজবাস্টনে খেলেছেন ১৩৬ রানের ইনিংস। আর এই বড় ইনিংস গড়ার পথে জো রুট ছুঁয়ে ফেললেন, স্যর আলেকজান্ডার ভিভিয়ান রিচার্ডস, বীরেন্দ্র সেহেবাগদের মতো ব্যাটসম্যানদের। এই নিয়ে টানা ১১টি টেস্ট ম্যাচে ফিফটি প্লাস রান করে ফেললেন জো রুট!
আরও পড়ুন বিরাট কোহলির ঢালাও প্রশংসা করলেন মাইকেল ক্লার্ক
এটা ছিল টেস্ট কেরিয়ারে রুটের ১৩ নম্বর সেঞ্চুরি। রুট বিশ্বের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টানা ১১টি টেস্ট ম্যাচে পঞ্চাশের বেশি রান করলেন। রুটের আগে এমন কাজ করেছিলেন, স্যর ভিভিয়ান রিচার্ডস, গৌতম গম্ভীর, বীরেন্দ্র সেহবাগ, মোমিনুল হকরা। এই বিষয়ে এখন রুটের সামনে রয়েছেন শুধু এবি ডিভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স টানা ১২টি টেস্টে ৫০-এর উপর রান করেছেন। এখন দেখার রুট, এবির রেকর্ডও ভেঙে দিতে পারেন কিনা।
আরও পড়ুন মালিঙ্গাদের বিরুদ্ধে রোহিত শর্মাদের নতুন পরিকল্পনা