নিজস্ব প্রতিবেদন: ডনের দেশে কোহলিদের জন্য কোয়ারেন্টাইন সেন্টার প্রস্তুত রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া! টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বছরের শেষে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে যাওয়ার কথা টিম ইন্ডিয়ার। করোনা পরবর্তী সময়ে হাই প্রোফাইল এই সিরিজ যদি হয়, তার জন্য পরিকল্পনা তৈরি রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নিয়মমতো অস্ট্রেলিয়ায় পৌঁছবার পর কোহলিদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক। ক্রিকেট অস্ট্রেলিয়া ভারতীয় দলকে অ্যাডিলেড ওভালের নবনির্মিত হোটেলে রাখতে চাইছে। সেখানেই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন টিম ইন্ডিয়া সদস্যরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


অ্যাডিলেডের ক্রিকেট স্টেডিয়ামের পাশেই তৈরি হচ্ছে বিলাসবহুল হোটেল। সেপ্টেম্বরেই খুলে যাওয়ার কথা এই হোটেলের। দক্ষিণ অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্থার প্রধান ইতিমধ্যেই ভারতীয় দলকে এই হোটেলে রাখার প্রস্তাব পৌঁছে দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধানের কাছে। অ্যাডিলেড ওভাল হোটেলে কোহলিরা থাকলে সহজেই স্টেডিয়াম সংলগ্ন নেটে অনুশীলন করতে পারবেন এমনকি দর্শকশূন্য অ্যাডিলেডে ওয়ার্ম আপ ম্যাচের ব্যবস্থা করা যেতে পারে।



করোনা সংক্রমণ আটকাতে অস্ট্রেলিয়ায় বর্ডার শিল করে দেওয়া হয়েছে। যাতাযাতের ক্ষেত্রেও রয়েছে নিষেধাজ্ঞা। তার মধ্যেই এখন থেকে সফরকারী দলের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিকল্পনা থেকেই পরিষ্কার, যে বছরের শেষে ব্লকবাস্টার এই সিরিজ করতে কতটা মরিয়া তাঁরা। কেননা বিরাট কোহলি বনাম স্টিভ স্মিথের লড়াই যদি শেষ পর্যন্ত না হয় তাহলে বিপুল ক্ষতির মুখে পড়তে হবে যে ক্রিকেট অস্ট্রেলিয়াকে।


 


আরও পড়ুন - পরিবারের সবচেয়ে ছোট সদস্যকে হারিয়ে ভেঙে পড়েছেন ঘরবন্দি স্মিথ