AFC Asian Cup 2023: সুনীল ছেত্রীরা এএফসি কোয়ালিফায়ার খেলবেন যুবভারতীতে
ফুটবল পাগল শহরকে দারুণ খবর দিল এআইএফএফ।
নিজস্ব প্রতিবেদন: আসন্ন এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup China ) তৃতীয় রাউন্ডের কোয়ালিফায়ার ম্যাচগুলি আয়োজনের জন্য দরপত্র জমা দিয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। এশিয়ান ফুটবল কনফেডারেশন (The Asian Football Confederation) এআইএএফ-কে ম্যাচ আয়োজনের অনুমোদন দিয়ে দিল। আগামী ৮ জুন থেকে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে কলকাতা লেগ। জানিয়ে দিল এআইএফএফ
এএফসি তাদের সরকারি ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে জানিয়েছে, "আয়োজক দেশ চিন সহ ১৩টি দল তাদের পারফরম্যান্সের ভিত্তিতে এএফসি এশিয়ান কোয়ালিফায়ারের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছে। চূড়ান্ত এগারোর লড়াইয়ে ২৪টি টিমের গ্রুপভিত্তিক খেলা হবে জুন মাসে পাঁচটি এএফসি জোনের ছ'টি দেশে। রয়েছে ভারত, কুয়েত, কিরগিস্তান, মালয়েশিয়া, মোঙ্গোলিয়া ও উজবেকিস্তান।"
আরও পড়ুন: IPL 2022: ১০.৭৫ কোটির Harshal Patel 'প্রতিটি টাকার যোগ্য দাবিদার'! বলছেন Sunil Gavaskar
এআইএফএফ-এর সাধারণ সচিব কুশল দাস বলছেন, "আমরা এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup China ) তৃতীয় রাউন্ডের কোয়ালিফায়ার ম্যাচগুলি আয়োজনের জন্য দরপত্র জমা দিয়েছিলাম। আমরা এশিয়ান ফুটবল কনফেডারেশনের কাছে কৃতজ্ঞ যে, তারা সেটা গ্রহণ করেছে। আমরা বুঝি ঘরের মাঠে, তাও আবার কলকাতায় খেলা ব্ল্যু টাইগার্সদের জন্য বাড়িত অ্যাডভান্টেজ হবে। কলকাতাকে ভেন্যু হিসাবে চেয়েই দরপত্র দিয়েছিলাম। কলকাতায় স্টেডিয়ামের পরিকাঠামো কোয়ালিফায়ারের জন্য আদর্শ। প্র্যাকটিস ভেন্যু থেকে শুরু করে আধিকারিকদের থাকার জায়গা, সবই মাঠের কাছে। আয়োজক অ্যাসোসিয়েশন ও রাজ্য সরকারের সমর্থন সবসময় পেয়ে এসেছি। আমরা আশা করছি জুনে হয়তো ফ্যানরা মাঠে এসে খেলা দেখতে পারবেন।" এএফসি কোয়ালিফায়ারের ফাইনাল পর্বের খেলা হবে ৮, ১১ ও ১৪ জুন। প্রতি গ্রুপের বিজয়ী দলের সঙ্গে দ্বিতীয় স্থানে শেষ করা ৫টি দল অংশ নেবে সেখানে। ফাইনাল লেগের ড্র হবে ২৪ ফেব্রুয়ারি দুপুর সাড়ে বারোটায়।