নিজস্ব প্রতিবেদন: বিরতিতে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে দুরন্ত কামব্যাক। শনিবার এএফসি কাপে (AFC Cup) এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ৩-১ গোলে হারিয়ে দিয়েছে মলদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে (Maziya Sports and Recreation)। পরের ম্যাচে ড্র করলেই সবুজ-মেরুন শিবির পরের রাউন্ডে চলে যাবে। কিন্তু দলের স্প্যানিশ কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস জয় ছাড়া কিছুই ভাবছেন না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিজেদের পারফরম্যান্স বিশ্লেষণ করে হাবাস বলেন, "প্রথমার্ধে নিজেদের খেলাটা খেলতে পারিনি। মাজিয়া আমাদের সঙ্গে সমানে-সমানে লড়েছে। ওরা গোলও পেয়েছে। কিন্তু দ্বিতীয়ার্ধে ড্রেসিংরুমে স্ট্র্যাটেজি বদলাই আমরা। দলে কয়েকটা পরিবর্তন আনি। এরপরেই ম্যাচ আমাদের হাতে চলে আসে। ম্যাচের দুই অর্ধে আমার ছেলেরা দুই রকমের ফুটবল খেলেছে। আমি ওদের জন্য গর্বিত।"


আরও পড়ুন: AFC CUP: পিছিয়ে পড়েও দুরন্ত ক্যামব্যাক, দ্বিতীয় ম্যাচেও জিতল ATK Mohun Bagan


দুই ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে হাবাস ব্রিগেড গ্রুপ শীর্ষে। ড্র করলেই কার্যসিদ্ধি হয়ে যাবে। কিন্তু হাবাসের ভাবনায় শুধুই  জয়। তিনি বলেন,"আমরা এখন ৬ পয়েন্টে। কোনও অন্য দলের এত পয়েন্ট নেই। ড্র করলেই পরের রাউন্ডে যাওয়ার সুযোগ চলে আসবে। কিন্তু আমরা ড্র নিয়ে ভাবছি না। জয়ের জন্যই পরের ম্যাচে খেলবে ছেলেরা। কারণ অচেনা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচে নামব আমরা। জয় ছাড়া ভাবছি না। বসুন্ধরা খুব ভাল দল। ওদের আলাদা করে গুরুত্ব দিতেই হবে।"


এটিকে এমবি-র পরেই রয়েছে বসুন্ধরা কিংস। দ্বিতীয় স্থানে চার পয়েন্ট নিয়ে রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দল। আগামী মঙ্গলবার তাদের বিরুদ্ধে তৃতীয় ম্যাচ খেলবে রয় কৃষ্ণা, লিস্টন কোলাসোরা। দেখা যাক সেই ম্যাচেও জয় পায় কি না গঙ্গাপাড়ের শতাব্দী প্রাচীন ক্লাব।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)