ওয়েব ডেস্ক: আফগানিস্থানের ক্রিকেটার মহম্মদ শেহেজাদকে আপনি চেনেন নিশ্চয়ই। আফগানিস্থানের এই ওপেনার এতটাই মারকুটে ব্যাটসম্যান আর তাঁর নামের আদ্যাক্ষরের জন্য তাঁকে ডাকা হয় এমএস নামেই। মানে, আমাদের মহেন্দ্র সিং ধোনিই বলা হয় তাঁকে। শুধু আফগানিস্থানের এই যা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বিশ্বের ১০টি আশ্চর্য জিনিস


আপনার যদি মনে হয়, এটা বাড়াবাড়ি। তাহলে আপনি বরং আগে এই ভিডিওটা দেখে নিন। ইতিমধ্যে মহম্মদ শেহেজাদের এই ছক্কা মারার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে। তিনি এখন বাংলাদেশ প্রিমিয়র লিগে খেলছেন। আর রঙপুর রাইডার্সের হয়ে তাঁর মারা এই ছক্কায় শোরগোল পড়ে গিয়েছে গোটা ক্রিকেটবিশ্বে। আপনিই বা তাহলে মিস করবেন কেন? দেখেই নিন ভিডিওটা।


 


আরও পড়ুন বিশ্বের সেরা ১০ পুলিসের গাড়ি