জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপের অঘটন। আফগানিস্তানের কাছে হেরে গেল গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।  প্রথম ব্যাটে, তারপর বলে রীতিমতো দাপট দেখালেন আফগানরাই। জয় এল ৬৯ রানে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  WATCH | World Cup 2023: রোহিতরা চলে এলেন পুণেতে, বিমানবন্দরে টিম ইন্ডিয়ার নামে জয়ধ্বনি


ধারে-ভারেও ফারাক বিস্তর। এদিন আফগানিস্থানের বিরুদ্ধ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। কিন্তু সেই সিদ্ধান্ত কাজে এল না। দুই আফগান ওপেনার মিলেই তুলে ফেলেন ১১৪ রান। এরপর অবশ্য পরপর উইকেট পড়তে থাকে। বিনা উইকেটে ১১৪ থেকে হঠাৎ আফগানিস্তানের স্কোর হয়ে যায় ১৫২ রানে ৪ উইকেট। 


আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে হয়ে খেলেছিলেন রহমানুল্লা গুরবাজ। অল্পের জন্য় সেঞ্চুরি হাতছাড়া হলেও, বড় রান তোলার ভিতটা গড়ে দিয়েছিলেন আফগানিস্থানের এই ওপেনার। মিডল অর্ডারে ৬৬ বলে ৫৮ রানে কার্যকরী ইনিংস খেললেন ইকরাম আলিখিল। শেষবেলায় রান তুললেন মুজিব উর রহমানও। আফগানিস্থানে শেষ হয় ২৮৪ রানে।


 



এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে কার্যত পাল্লা দিয়ে ভালো করলেন আফগানিস্থানের পেসার ও স্পিনাররা। মাত্র ৪ বল খেলেই প্য়াভিলিয়নে ফেরেন জনি বেয়ারস্টোকে। বেশি ক্ষণ ক্রিজে থাকতে পারেননি জো রুটও। লড়াই করছিলেন হ্যারি ব্রুক। কিন্তু তাঁকে কেউ সঙ্গ দিতে পারলেন না। লক্ষ্য তখনও   ৬৯ রানে দুরে। অলআউট হয়ে গেল গতবারের চ্যাম্পিয়নরা।


আরও পড়ুন:  Urvashi Rautela | IND vs PAK: খেলা দেখতে এসে খোয়ালেন সাধের মহার্ঘ বস্তু! মডেল-অভিনেত্রীর এখন মাথায় হাত



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, ১লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)