জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আফগানিস্তানের বিশ্বকাপ অভিযান এবারের মতো শেষ। দুরন্ত ক্রিকেটে, বাইশ গজের হৃদয় জয়ে করেও হাশমাতুল্লাহ শাহিদিদের (Hashmatullah Shahidi) শেষ চারে যাওয়া হয়নি। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) আফগানিস্তান গ্রুপ লিগের শেষ ম্য়াচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেই ম্য়াচে রামধুন দেশ পাঁচ উইকেটে ম্য়াচ জিতে যায়। দিন দুয়েক আগের এই ম্য়াচ হয়তো নির্ধারিত সময়েই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু একটা রেশ রয়ে গেল, যা থেকে যাবে হয়তো আজীবন। তবে সেই রেশ ম্য়াচের জন্য় নয়, আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz) এমন এক কাজ করলেন, যা মানবিকতার মাপকাঠিতে মাপলে অনেক উঁচুতেই থাকবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Rohit Sharma | World Cup 2023: কপিল-আজহার থেকে সৌরভ-কোহলি, কেউই পারেননি, করে দেখালেন রোহিত


আরজে লাভ শাহ একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন, সেখানে দেখা যাচ্ছে যে, ভোর তিনটে নাগাদ আহমেদাবাদের রাস্তায় মাসিহা হয়ে এসেছিলেন রহমানুল্লাহ।  ফুটপাতবাসীরা যখন গভীর ঘুমে, তখন তিনি নিঃশব্দে তাঁদের মাথার পাশে একটি করে ৫০০ টাকার নোট রেখে চলে আসেন। অত্যন্ত অভাবী ওই মানুষগুলোর জীবনে দীপাবলি কেন, কোনও উৎসবেরই কোনও মাহাত্ম্য নেই। অন্ধের কী বা দিন কী বা রাত। তবে ওই ফুটপাতবাসীদের জীবনেই আনন্দের রোশনাই করে নিয়ে আসেন রহমানুল্লাহ। কলকাতা নাইট রাইডার্সও এই ভিডিয়ো শেয়ার করেছেন। কারণ রহমানুল্লাহ আইপিএল খেলেন কলকাতার হয়েই। কেকেআর রহমানুল্লাহের আরও একটি দিক তুলে ধরেছে। 




গত অক্টোবরে পরপর ভূমিকম্পে কেঁপে গিয়েছে আফগানিস্তান। দু’দশকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প দেখেছে যুদ্ধবিধ্বস্ত সেই দেশ। ২৫০০-র কাছাকাছি মানুষের প্রাণ গিয়েছে। আহত হয়েছে দুই হাজারেরও বেশি মানুষ। কেকেআর তাদের এক্স অ্যাকাউন্টে (সাবেক ট্যুইটার) লিখেছে যে, রহমানুল্লাহ তাঁর দেশের অভাগা মানুষগুলোর জন্য় অর্থ সংগ্রহের জন্য় নিরলস পরিশ্রম করেছেন। রহমানুল্লাহর মানবিকতার এই আচরণের জন্য় কোনও প্রশংসাই যথেষ্ট নয়। তিনি দেখালেন যে, কত বড় মাপের হৃদয় তাঁর।


আরও পড়ুন: IND vs NED | World Cup 2023: সচিন-রোহিতের এলিট ক্লাবে এলেন শ্রেয়স, দ্রাবিড়ের সঙ্গে জুড়ল রাহুলের নাম!



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)