নিজস্ব প্রতিবেদন:  সোশ্যাল সাইটে নানান মজার Tiktok ভিডিয়ো তৈরি করে আলোচনার কেন্দ্রে অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner)। লকডাউনে তো জমিয়ে দিয়েছিলেন তিনি। বলিউডি আইটেম গান 'শিলা কি জওয়ানি'-তে মেয়ের সঙ্গে তুমুল নাচ থেকে তামিল গানে স্ত্রীর সঙ্গে নেচেছিলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। আবার বাহুবলী- ছবির দৃশ্যে সেনাবাহিনীর পোশাকে সাজ থেকে অক্ষয় কুমারের নকল করে নাচ- সবেতেই জুড়ি মেলা ভার অস্ট্রেলিয়ার ওপেনারের। ইনস্টাগ্রামে তো পাঁচ মিলিয়ন ফলোয়ার ওয়ার্নারের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কয়েকদিন আগেই বলিউড বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan) ভূমিকায় অবতীর্ণ হন ডেভিড ওয়ার্নার (David Warner)। শাহরুখ খান অভিনীত 'ডন ২' ছবির একটি দৃশ্য নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন ডেভিড ওয়ার্নার। এমনকি রি-ফেস অ্যাপের (Reface app) মাধ্যমে তিনি শাহরুখের জায়গায় নিজের মুখ বসিয়ে দেন।


 



সম্প্রতি আইসিসি দশকের সেরা পুরস্কার (ICC Awards of the decade) ঘোষণা করেছে। দশকের সেরা ক্রিকেটার হয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। দশকের সেরা একদিনের ক্রিকেটারও কিং কোহলি। দশকের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন আফগানিস্তানের রশিদ খান (Rashid Khan) এবং দশকের সেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ (Steve Smith)। একমাত্র দশকের সেরা টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন ডেভিড ওয়ার্নার (David Warner)।  আইসিসি-র পুরস্কারকে নকল করে ওয়ার্নার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন Male Tiktoker Of The Decade পুরস্কার। ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহলকেও (Yuzvendra Chahal) দলে টেনেছেন তিনি। পোস্টে লিখেছেন, আপনাদের সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। আমার মনে হয় যুজবেন্দ্র চাহল ও আমি যুগ্ম বিজয়ী।



আরও পড়ুন - সিডনি টেস্টে অস্ট্রেলিয়া দলে Warner-Pucovski,বাদ Burns