ওয়েব ডেস্ক:  সচিন তেন্ডুলকরের পর এবার অনিল কুম্বলে। ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষের চরম উদাসীনতার শিকার হলেন ভারতীয় ক্রিকেট দলের নয়া কোচ। ভারতীয় দল সেন্ট কিটস পৌছনোর পর জানা যায় অনিল কুম্বলের কিট ব্যাগ পড়ে আছে গ্যাটউইকে। ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষের উদাসীনতায় সেই ব্যাগ না নিয়েই উড়ে যায় বিমান। পরে অবশ্য সোস্যাল সাইটে নিজেদের ভুল স্বীকার করে অনিল কুম্বলের কাছে ক্ষমা চেয়ে নেয় ব্রিটিশ ওয়ারওয়েজ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন সলমন এবং আমির খানকে সুশীল সমাজের গুরুত্বপূর্ণ প্রশ্ন


কুম্বলে অবশ্য এই ঘটনায় সচিনের মতন অত রেগে যাননি। সেন্ট কিটসে পৌছনোর পর তাকে বেশ খোসমেজাজেই পাওয়া যায়। এমনকী কুম্বলে দলের সঙ্গে সেলফিও তোলেন।


আরও পড়ুন  শুধু লেখা নয়, বৃষ্টির রাতে শুনুন এক অন্য FM