নিজস্ব প্রতিবেদন: ইউক্রেনে (Ukraine) সামরিক আগ্রাসনের কারণে ফর্মুলা ১ (Formula 1) তাদের রাশিয়ান জিপি (Russian GP) বাতিল করেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

F1 একটি বিবৃতি প্রকাশ করেছে জানিয়েছে যে বর্তমান পরিস্থিতিতে রাশিয়ান জিপি করা অসম্ভব।


 



বিবৃতিতে বলা হয়েছে "এফআইএ ফর্মুলা ১ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে, মানুষ এবং বিভিন্ন দেশকে একত্রিত করার লক্ষ্যে পৃথিবীর বিভিন্ন দেশে যায়।"


আরও পড়ুন: কেন বেজায় চাপে Leander Paes? জানতে পড়ুন


আরও পড়ুন: Ranji Trophy: Mukesh Kumar-এর দুরন্ত বোলিংয়ের পরেও মাত্র ৫৩ রানের লিড পেল বাংলা


আরও বলা হয়, "আমরা ইউক্রেনের অবস্থা দুঃখ ও শক নিয়ে দেখছি এবং বর্তমান পরিস্থিতির দ্রুত এবং শান্তিপূর্ণ সমাধানের আশা করছি।"


বৃহস্পতিবার সন্ধ্যায় ফর্মুলা ১, এফআইএ এবং দলগুলি আমাদের খেলাধুলার অবস্থান নিয়ে আলোচনা করেছে। সমস্ত প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদের মতামত সহ আলোচনার ফলাফলে বলা হয়েছে যে বর্তমান পরিস্থিতিতে রাশিয়ান গ্র্যান্ড প্রিক্স আয়োজন করা অসম্ভব।"


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)