ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে দ্বিতীয় `পিঙ্ক টেস্ট` কোথায় হবে; স্পষ্ট করলেন সৌরভ
আগামী বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ভারতের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ইংল্যান্ড।
নিজস্ব প্রতিবেদন : করোনা পরিস্থিতির দিকে নজর রেখে আগামী বছর দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ আয়োজন করতে মরিয়া সৌরভ গাঙ্গুলির বোর্ড। আগামী বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ভারতের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ইংল্যান্ড। আর আহমেদাবাদে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে হবে ভারত-ইংল্যান্ড দিন-রাতের টেস্ট জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।
বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরই ২০১৯ সালের নভেম্বরে ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে দেশের মাটিতে প্রথম গোলাপি বলে টেস্ট আয়োজিত হয়। তবে এবার আর ইডেন গার্ডেন্স নয়, দেশের মাটিতে দ্বিতীয় পিঙ্ক টেস্টটি হবে ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে উদ্বোধন হওয়া আমেদাবাদে সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে। মঙ্গলবার সেকথাই জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজ করতে মরিয়া বিসিসিআই। এদিন সৌরভ বলেন, "পিঙ্ক টেস্ট হবে আহমেদাবাদে। আহমেদাবাদ, ধরমশালা, কলকাতা এই তিনটি ভেন্যু প্রাথমিকভাবে টেস্টের জন্য ঠিক করা আছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও কিছুই নেওয়া হয়নি। পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। দরকারে বায়ো সিকিওর বাবল তৈরি করতে হবে। পরিকল্পনা করা আছে, হাতে এখনও চার মাস সময় রয়েছে। "
তবে বোর্ডের বার্ষিক সাধারণ সভা না হওয়া পর্যন্ত রঞ্জি ট্রফি নিয়ে কোনও কিছু বলা যাবে না। সম্ভবত পয়লা জানুায়রি ২০২১ থেকে রঞ্জি ট্রফি শুরু করার প্রাথমিক ভাবনা রয়েছে বোর্ডের। তবে ইংল্যান্ডের সিরিজের আগে অস্ট্রেলিয়া সফর রয়েছে বিরাটদের। টি-টোয়েন্টি থেকে টেস্টে সুইচ করতে ভারতীয় ক্রিকেটারদের কোনও সমস্যা হবে না বলেই মনে করেন মহারাজ।
আরও পড়ুন - ICC চেয়ারম্যান পদের লড়াইয়ে নেই সৌরভ গাঙ্গুলি!