ওয়েব ডেস্ক: ২০১৭-১৮ মরসুম থেকে পুরোনো ফেডারেশন কাপের নতুন সংস্করণ হিসেবে ভারতীয় ফুটবলে আসছে সুপার কাপ। এআইএফএফ সহ-সভাপতি সুব্রত দত্ত, সচিব কুশল দাস, আই লিগ-এর সিইও সুনন্দ ধর, চিরাগ তান্নাদের উপস্থিতিতে সোমবার দিল্লির ফুটবল হাউসে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের লিগ কমিটির বৈঠকে সুপার কাপের সিদ্ধান্তে সিলমোহর পড়ল। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

# কবে থেকে শুরু হচ্ছে এই সুপার কাপ?
* ১২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত হবে সুপার কাপের যোগ্যতা নির্ণায়ক পর্ব। মূল পর্বের খেলা হবে- ৩১ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত। 


# কোথায় হবে খেলা? 
সোমবারের বৈঠকে প্রাথমিকভাবে ২টি ভেন্যু হিসাবে কোচি এবং কটককে ঠিক করা হয়েছে। এআইএফএফ-এর প্রতিনিধি দল পরিদর্শনের পরেই চূড়ান্ত হবে সুপার কাপের ভ্যেনু। 


# কীভাবে হবে সুপার কাপ?
মোট ১৬ টি দল নিয়ে নক আউট ভিত্তিতে সুপার কাপ হবে। আই লিগ ও আইএসএলের পয়েন্ট টেবিলের প্রথম ৬টি করে, মোট ১২টি দল সরাসরি সুপার কাপে খেলতে পারবে। দুই লিগের বাকি ৪টি করে দলকে কোয়ালিফাইং রাউন্ডে খেলতে হবে। সেখান থেকেই ৪টি দল সুযোগ পাবে সুপার কাপের মূলপর্বে।



# ক'জন করে বিদেশি খেলতে পারবেন সুপার কাপে?
আইএসএলের ফ্র্যাঞ্চাইজি দলগুলির সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে সুপার কাপে প্রতিটি দলে বিদেশির সংখ্যা। 


খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়