নিজস্ব প্রতিবেদন : শুক্রবার থেকে ইডেন গার্ডেন্সে শুরু দিন-রাতের টেস্ট। ভারতের মাটিতে প্রথমবার গোলাপি বলে টেস্ট ঘিরে উন্মাদনা তুঙ্গে। ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি এবার ক্রিকেটারদের মধ্যেও দেখা গেল 'পিঙ্ক-ম্যানিয়া'। গোলাপি বলে টেস্ট খেলতে অধীর আগ্রহে দিন গুনছেন ক্রিকেটাররাও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



পাশে গোলাপি বল রেখে ঘুমোচ্ছেন। আজিঙ্কে রাহানের এই ছবি এখন ভাইরাল। নিজেই এই ছবি পোস্ট করেছেন ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক। সেই সঙ্গে টুইট করে রাহানে লিখেছেন, ইতিমধ্যেই ঐতিহাসিক গোলাপি বলে টেস্ট ম্যাচ খেলার স্বপ্ন দেখছি।


 



রাহানের টুইটের পরই টিম ইন্ডিয়ার ক্রিকেটাররাও পাল্টা টুইট করেছেন তাঁকে। সবাই ইডেনে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন কোহলিরা। ইন্দৌরে বাংলাদেশের বিরুদ্ধে তিন দিনে জয়ের পর দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে টিম ইন্ডিয়া।


আরও পড়ুন - পাকিস্তানের আবেদন খারিজ! ইন্দো-পাক ডেভিস কাপ টাই নিরপেক্ষ ভেনুতেই