বীরের সম্মানে বরণ Ajinkya Rahane-কে
পুষ্পবৃষ্টি থেকে ঢাক-ঢোলের আয়োজন ছিল রাহানের জন্য।
নিজস্ব প্রতিবেদন: ২০১৮-১৯ মরসুমে অস্ট্রেলিয়াকে হারিয়ে ডনের দেশে প্রথম টেস্ট সিরিজ জিতেছিল কোহলির ভারত। এবার অস্ট্রেলিয়াকে তাদের দেশেই হারাল কোহলিহীন রাহানের নেতৃত্বাধীন আনকোরা টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে বৃহস্পতিবারই দেশে ফিরে এসেছেন রাহানে। মুম্বই বিমান বন্দরে রোহিত, রাহানে, কোচ শাস্ত্রীদের স্বাগত জানানো হয়।
এরপর মুম্বইয়ের প্রভাদেবীতে নিজের রেসিডেন্সে মেয়েকে কোলে নিয়ে সস্ত্রীক অজিঙ্ক রাহানে এলে প্রতিবেশীরা সকলেই নায়কের সম্মান জানাল তাঁদের। পুষ্পবৃষ্টি থেকে ঢাক-ঢোলের আয়োজন ছিল রাহানের জন্য। ইতিমধ্যে সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে।
আরও পড়ুন- আদরেই যন্ত্রণার উপশম, বাবার অপেক্ষায় Pujara'র ছোট্ট মেয়ে
অ্যাডিলেডে ৩৬ রানে অলআউট হওয়ার চরম লজ্জা! পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরে আসেন বিরাট কোহলি। নেতৃত্বের ব্যাটন তখন অজিঙ্ক রাহানের কাঁধে। খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা টিম ইন্ডিয়া মেলবোর্নে দুরন্ত কামব্যাক করে। রাহানের নেতৃত্বে টেস্টে সিরিজে সমতা ফেরায় ভারত। বর্ণবিদ্বেষের আঁতুরঘর সিডনিতে টেস্ট ড্র করে টিম ইন্ডিয়া। সিডনির সেই ড্র ভারতীয় ক্রিকেটের ইতিহাসে হয়তো ঐতিহাসিক আখ্যা পাবে। আর গাব্বায় সিরিজের শেষ টেস্টে অজিদের ডেরায় কলার উঁচিয়ে জয় ছিনিয়ে নেন পুজারা, পন্থ, রাহানেরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টে রাহানে করেছেন ২৬৮ রান। ব্যাটিং গড় ৩৮.২৯। তারমধ্যে মেলবোর্নে রয়েছেন ম্যাচ জেতানো সেঞ্চুরি।
আরও পড়ুন- বড় ধাক্কা ! ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেই Ravindra Jadeja