Asia Cup 2023: চাহাল-অশ্বিনের জন্য কি দরজা বন্ধ! আগরকরকে পাশে বসিয়ে রোহিতের চরম মন্তব্য
Ajit Agarkar And Rohit Sharma On Yuzvendra Chahal`s Omission From Asia Cup 2023 Squad: যুজবেন্দ্র চাহালকে নেওয়া হল না এশিয়া কাপে। ফের একবার ব্রাত্য তিনি। তার সঙ্গেই রবিচন্দ্রন অশ্বিনও সুযোগ পাননি। এবার আগরকরকে পাশে বসিয়ে রোহিত চরম মন্তব্য করে দিলেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতীক্ষার অবসান। সোম দুপুরে এশিয়া কাপের (India Asia Cup 2023 Squad) দল ঘোষণা করে দিয়েছে অজিত আগরকরের (Ajit Agarkar) জাতীয় নির্বাচক কমিটি। এশিয়া কাপের জন্য আগুনে স্কোয়াড হয়েছে রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোংয়ের। তবে এই দলে সুযোগ পাননি যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। যাঁদের যোগ্যতা প্রশ্নাতীত। চাহাল বারবার ব্রাত্যই থেকেছেন। সাম্প্রতিক অতীতে তার একাধিক উদাহরণ আছে। অথচ সীমিত ওভারের ক্রিকেটে তিনি ম্যাচ উইনার।
এবার দেখে নেওয়া যাক ভারতের এশিয়া কাপের দলে কারা সুযোগ পেয়েছেন। রয়েছেন রোহিত শর্মা , শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিশান, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি , মহম্মদ সিরাজ , কুলদীপ যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণা। স্ট্যান্ড-বাইতে রয়েছেন সঞ্জু স্যামসন। স্পিনিং ব্রিগেডটা দেখা যায়, তাহলে দেখা যাবে যে, কুলদীপের সঙ্গে রয়েছেন জাদেজা-অক্ষর। অশ্বিন-চাহাল নেই।
আরও পড়ুন: India Asia Cup 2023 Squad: দুই মহারত্নের প্রত্যাবর্তনেই কাপযুদ্ধের আগুনে স্কোয়াড ভারতের
চাহালকে না নেওয়ার প্রসঙ্গে আগরকরের মন্তব্য, 'দেখুন এই মুহূর্তে আমরা দলে দু'জন রিস্ট স্পিনারকে রাখতে পারব না। চাহালের থেকে এগিয়ে আছে কুলদীপ।' এই প্রসঙ্গে রোহিতের সংযোজন, 'আমাদের আট-নয়তে ব্যাটিং বিকল্পের কথা ভাবতে হবে। অক্ষর ব্যাট হাতে ভালো রান করেছে। একজন বাঁ-হাতিকে ব্য়াটিং অর্ডারে পেলে গভীরতা বাড়ে। আমরা অশ্বিন, ওয়াশিংটন সুন্দর ও চাহালের কথা ভেবেছিলাম। তাদের নেওয়া যায়নি। কারণ একজন সিমারকেও আমরা বাদ দিতে পারব না। অনেকেই দীর্ঘ সময় পর দলে ফিরেছে। কারোর জন্যই দরজা বন্ধ হয়নি।' গতবছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে চাহাল ছিলেন দলে। কিন্তু একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে ভারত ফিরে আসে দেশে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় সম্প্রতি বলেছেন, 'চাহাল কোথাও বড় টুর্নামেন্ট মিস করে যায়। সীমিত ওভারের ক্রিকেটে ও ধারাবাহিক ভাবে পারফর্ম করে আসছে। সে কুড়ি ওভার হোক বা পঞ্চাশ ওভার। ওর উপর চোখ রাখাটা খুব গুরুত্বপপর্ণ।'
দীর্ঘ টালবাহানর পর গত জুন মাসে, এশিয়া কাপের ভেন্য়ু ও দিনক্ষণ চূড়ান্ত করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এশিয়া কাপ শুরু ৩১ অগস্ট থেকে। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এই প্রথমবার হাইব্রিড মডেলে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল অংশ নেবে এশিয়া কাপে। যুগ্মভাবে এশিয়ার সেরা হওয়ার লড়াই আয়োজন করবে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান। পাকিস্তানে হবে চারটি ম্যাচ ও দ্বীপরাষ্ট্রে হবে ন'টি ম্যাচ। গ্রুপ পর্যায়ের ম্যাচের পর খেলা গড়াবে সুপার ফোরে। সেখান থেকে ফাইনালে দুই দল। বিশ্বকাপের কথা মাথায় রেখেই এবার এশিয়া কাপ পঞ্চাশ ওভারের ফরম্যাটে।
আরও পড়ুন: Wahab Riaz: আগুনে স্পেলে ঘুম কাড়তেন ব্যাটারদের, কাপযুদ্ধের আগেই অবসর পাক নক্ষত্রের!