Shikhar Dhawan: `সর্বত্র ব্লকড`! ছেলেকেই দেখতে পান না শিখর! এক বাবার যন্ত্রণায় বুক ভাঙল আরেক বাবার
Akshay Kumar Painful Post For Shikhar Dhawan: শিখর ধাওয়ানের কষ্ট দেখে আর নিজেকে ধরে রাখতে পারলেন না অক্ষয় কুমার। বলিউড তারকা এবার বুক ভাঙা পোস্ট করলেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ক্রিকেটে ওপেনারদের ইতিহাস লেখা হলে তাঁর নামটা একদম ওপরেরে দিকেই থাকবে। তিনি শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। ব্যাট হাতে দলকে একটা বড় রানের মঞ্চ তৈরি করে দেওয়ার অন্যতম সেরা কারিগর ছিলেন। ধাওয়ান প্রাক্তন নন, বর্তমান ক্রিকেটারই। তবে ছিলেন লেখা হল কারণ, ধাওয়ান এই মুহূর্তে আর কোনও ফরম্যাটেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের ভাবনায় নেই। এক বছর আগে শেষবার খেলেছেন দেশের জার্সিতে। ফের তাঁকে দেখা যাবে আইপিএলে। পঞ্জাব কিংসের অধিনায়কের জীবনের সঙ্গে আর পাঁচজন ক্রিকেটারের জীবন একেবারে আলাদা। মাঠের বাইরে, তাঁর ব্য়ক্তিগত জীবনেও ঝড়ের পর ঝড়।
আরও পড়ুন: WATCH: মাঠে চলছিল ক্রিকেট, আর গ্যালারিতে তখন উদ্দাম...! ক্যামেরায় কিংকর্তব্যবিমূঢ় কাপল
চলতি বছরের অক্টোবরে, দিল্লি আদালত শিখর ও তার স্ত্রী আয়েশা মুখোপাধ্য়ায়ের ডিভোর্সে সম্মনি দেয় দিল্লির পাটিয়ালা হাউজ আদালত। আয়েশা 'নিষ্ঠুরতা'র অভিযোগ এনেছিলেন শিখরের বিরুদ্ধে। আয়েশা শিখরের ছেলে জোরাভরকে নিয়ে অস্ট্রেলিয়ায় থাকেন। শিখর অবশ্যই ভারতে। আদালত আয়েশাকে জানিয়েছে যে, শিখরের সঙ্গে জোরাভরের দেখা করাতেই হবে। দুই দেশের ক্ষেত্রেই যা প্রযোজ্য়। জোরাভরের স্কুলের ছুটিতে ভারতে এসে আয়েশাকে শিখর এবং তাঁর পরিবারের সঙ্গে রাত্রিবাসেরও নির্দেশ দিয়েছে। জোরাভরের জন্মদিনে শিখর এক বুক ভাঙা পোস্ট করেছিলেন। যা দেখে বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার নিজেকে আর ধরে রাখতে পারেননি।
ছেলের জন্মদিনে শিখর লিখেছিলেন, 'এক বছর হয়ে গেল আমি তোমাকে দেখিনি। বিগত প্রায় তিন মাস আমি সর্বত্র ব্লকড। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে একই ছবি পোস্ট করছি। শুভ জন্মদিন আমার ছেলে। আমি তোমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে না পারলেও, আমি টেলিপ্য়াথির মাধ্য়মে তোমার সঙ্গে জুড়ি। আমি তোমার জন্য় গর্বিত। আমি জানি তুমি দারুণ আছ, খুব সুন্দর ভাবে বেড়ে উঠছ। পাপা সবসময় তোমাকে মিস করবে এবং ভালোবেসে যাবে। কারণ সে ভীষণ ইতিবাচক একটা মানুষ। ভগবানের ইচ্ছায় আবার আমাদের দেখা হওয়ার অপেক্ষায় রয়েছি। হাসি নিয়ে অপেক্ষায় আমি। দুষ্টু হও তবে ধ্বংসাত্মক নয়, দাতা হও, নম্র, সহানুভূতিশীল, ধৈর্যশীল এবং শক্তিশালী হও। তোমাকে না দেখলেও, আমি প্রায় প্রতিদিনই তোমার জন্য় লিখি, তোমার সুস্থতা এবং দৈনন্দিন জীবন সম্পর্কে জিজ্ঞাসা করি, আমি কী করছি এবং আমার জীবনে নতুন কী আছে সেটাও ভাগ করে নিই। জোরা তোমার পাপা তোমাকে খুব ভালোবাসে।'
শিখরের এই পোস্টের পর অক্ষয় তাঁর ইনস্টা স্টোরিতে লেখেন, 'সত্যিই এই পোস্ট দেখে আমি নড়ে গিয়েছি। একজন বাবা হিসাবে, আমি জানি যে, নিজের সন্তানকে দেখতে না পারার চেয়ে বেদনাদায়ক আর কিছুই হতে পারে না। সাহস হারাস না শিখর। আমাদের লক্ষ লক্ষ প্রার্থনা রয়েছে তোমার সঙ্গে, যাতে তোমার ছেলের সঙ্গে তোমার দ্রুত দেখা হয়। ঈশ্বর আশীর্বাদ করুন তোমাকে।'টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটারের সঙ্গে আয়েশার প্রায় এক দশকের বৈবাহিক সম্পর্ক শেষ হয়েছে। ধাওয়ানের বাঙালি স্ত্রী আয়েশা মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই খবর জানিয়েছেন।
আরও পড়ুন: Crime: ভুয়ো আইপিএস পরিচয়ে হোটেল লুট, পন্থের সঙ্গে কোটির প্রতারণায় শ্রীঘরে ক্রিকেটার
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)