আরও দু`বছর ইস্টবেঙ্গলের কোচ থাকবেন আলেসান্দ্রো
নতুন চুক্তি অনুযায়ী ভারতের অন্যতম দামী কোচ হতে চলেছেন আলেসান্দ্রো।
নিজস্ব প্রতিনিধি- তিনি আসার পর থেকেই যেন খোলনলচে বদলে গিয়েছে দলের। তিনি আসার পর থেকেই নতুন ইস্টবেঙ্গল। ক্লাব কর্তা থেকে সাধারণ সমর্থক, প্রায় সবাই তাঁর কোচিং দক্ষতায় মুগ্ধ। কোনওভাবেই তাই তাঁকে হারাতে চাইছে না ইস্টবেঙ্গল। এবার আই লিগের শেষ ম্যাচের আগেই স্প্যানিশ কোচ আলেসান্দ্রোর সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল।
আরও পড়ুন- ভারতের জন্য উপহার পাঠালেন মেসুট ওজিল, ভারতীয়দের হয়ে বার্তা দিলেন গলি বয় রণবীর সিং
আরও দু বছর লাল-হলুদের কোচ থাকছেন রিয়ালের যুব দলের কাজ করে আসা এই হাইপ্রোফাইল কোচ। চুক্তি বাড়ানোর প্রস্তাব আগেই দেওয়া ছিল। আলেসান্দ্রো তাতে সম্মতি দিতেই চুক্তি সেরে ফেলল ইস্টবেঙ্গল। অল্প সময়ে ইস্টবেঙ্গলে দায়িত্ব নিয়েই ভোল বদলে দিয়েছেন স্প্যানিশ কোচ। খেতাবি দৌড়ে আছেন এনরিকে-রা। তাই কোচকে রাখা নিয়ে কোনও দ্বিমত ছিল না লাল-হলুদ শিবিরে। নতুন চুক্তি অনুযায়ী ভারতের অন্যতম দামী কোচ হতে চলেছেন আলেসান্দ্রো।
আরও পড়ুন- জাতীয় দলে জায়গা নেই মুলার, হামেলস, বোয়েতাং-এর জানিয়ে দিলেন জোয়াকিম লো
চুক্তি বাড়ানোর পর স্প্যানিশ কোচ জানিয়েছেন, আগামী দু বছরে ইস্টবেঙ্গলকে বিশ্বমানের ক্লাব করে তোলাই তাঁর একমাত্র লক্ষ্য। আলেসান্দ্রোর সহকারী মারিও আর ফিজিক্যাল ট্রেনার কার্লোসের সঙ্গে চুক্তি না হলেও, সাপোর্ট স্টাফ হিসাবে তাঁরাই সম্ভবত থাকতে চলেছেন।