নিজস্ব প্রতিবেদন: মালয়েশিয়ার লি-জি-জিয়াকে (Lee Zii Jia) হারিয়ে পঞ্চম ভারতীয় হিসেবে নজির গড়লেন ভারতের লক্ষ্য সেন (Lakshya Sen)। এই জয়ের ফলে পঞ্চম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের (All England 2022) ফাইনালে চলে গেলেন ২০ বছরের এই শাটলার। তাও আবার দীর্ঘ ২১ বছর পর ভারত এমন সাফল্যের মুখ দেখল। আর ফাইনালের টিকিট অর্জন করে প্রকাশ নাথ (Prakash Nath), প্রকাশ পাডুকোন (Prakash Padukone), পুলেল্লা গোপীচাঁদ (Pulle Gopichand) ও মহিলা তারকা সাইনা নেহওয়ালের (Saina Nehwal) তালিকায় নাম লিখিয়ে ফেললেন লক্ষ্য। তবে প্রকাশ নাথ, প্রকাশ পাডুকোন, পুলেল্লা গোপীচাঁদ ফাইনাল জিতলেও, সাইনা কিন্তু ক্যারোলিনা মারিনের কাছে ফাইনালে হেরে গিয়েছিলেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবাসরীয় সন্ধ্যায় তিন গেমের এক কঠিন লড়াইয়ে তিনি হারিয়ে দিলেন লি'কে। সেমিফাইনালে এক গেমে এগিয়ে গিয়েছিলেন লক্ষ্য। পরবর্তী গেম জিতে ম্যাচে ফিরে আসেন লি-জি-জিয়া। তৃতীয় গেমেও একটা সময়তে বড় লিড নিয়েছিলেন তিনি। তবে শেষরক্ষা করতে পারলেন না। ভারতীয় শাটলারের অনবদ্য 'ফাইটব্যাক'-এর কাছে আত্মসমর্পণ করলেন তিনি। খেলার ফল লক্ষ্যের পক্ষে ২১-১৩,১২-২১,২১-১৯।



প্রথম গেম লক্ষ্য বেশ সহজেই জিততে সক্ষম হয়। ২১-১৩ ফলে প্রথম গেম জিতে নেন লক্ষ্য। কোয়ার্টার ফাইনালে অলিম্পিক চ্যাম্পিয়ন ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনকে হারানোর পর তিনি যে কতটা আত্মবিশ্বাসী,সেটা তাঁর খেলায় ফুটে উঠছিল। 



তবে দ্বিতীয় গেমে ঘটে ছন্দপতন। ১২-২১ ফলে খেলায় হঠাৎ গেম হেরে বসেন লক্ষ্য। ম্যাচে ১-১ গেমে সমতা ফিরিয়ে ম্যাচকে 'ডিসাইডার' গেমে নিয়ে যান লি। সেই গেমে একটা সময় ৯-১২ ফলে লক্ষ্য পিছিয়ে যান লক্ষ্য। ১২-১৫ ফলে ফল যখন লক্ষ্যের বিপক্ষে, তখন অনেকে ধরেই নিয়েছিলেন এই ভারতীয়ের পক্ষে অল ইংল্যান্ডের শিরোপা জয় অধরা রয়ে যাবে। তবে পিছিয়ে থাকলেও'কাউন্টার অ্যাটাক' শুরু করেন ভারতীয় শাটলার। অনবরত ব্যাকহ্যান্ড,ফোরহ্যান্ডের উপর জোর দিয়ে শেষ পর্যন্ত তৃতীয় গেমে ২১-১৯ ব্যবধানে জিতে ম্যাচ পকেটে পুরে নেন তিনি। ফলে লক্ষ্যর কাছে নতিস্বীকার করেন লি।


১৯৪৭ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিলেন প্রকাশ নাথ। এরপর ১৯৮০ ও '৮১ সালে পরপর দুই বার এই প্রতিযোগিতা জিতেছিলেন প্রকাশ পাডুকোন। শেষ বার ২০০১ সালে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের খেতাব ভারতে নিয়ে আসেন পুলেল্লা গোপীচাঁদ। এ বার লক্ষ্য সেই 'লক্ষ্য' পুরণ করতে পারেন কিনা সেটাই দেখার। 


আরও পড়ুন: IPL 2022: ছবিতে দেখুন ক্রোড়পতি লিগের সেরা ১০ বিতর্কিত ও চমকে দেওয়া ঘটনা


আরও পড়ুন: Exclusive, Deepa Malik: সাফল্য পেলেও কোন বিশেষ কারণে আক্ষেপ করছেন এই প্যারালিম্পিয়ান? জানতে পড়ুন


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)