ওকুহারাকে হারিয়ে অল ইংল্যান্ড ওপেনের সেমিতে সিন্ধু
রুদ্ধশ্বাস ম্যাচ জিতে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু। জাপানের নজোমি ওকুহারাকে ম্যারাথন লড়াই শেষে হারালেন হায়দরাবাদী শাটলার।
নিজস্ব প্রতিবেদন : রুদ্ধশ্বাস ম্যাচ জিতে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু। জাপানের নজোমি ওকুহারাকে ম্যারাথন লড়াই শেষে হারালেন হায়দরাবাদী শাটলার।
আরও পড়ুন- বোর্ডের চুক্তিতে ফিরতে পারেন শামি !
শুক্রবার কোর্টে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে ওঠে সিন্ধু বনাম ওকুহারার লড়াই। প্রথম গেমে দুরন্ত লড়াই শেষে ২২-২০ তে হার মানেন সিন্ধু। দ্বিতীয় গেম থেকেই সুপার সিন্ধুর প্রত্যাবর্তন। পিছিয়ে পরেও ২১-১৮ তে দ্বিতীয় গেম জিতে ম্যাচে ফিরে আসেন রিও অলিম্পিকে রূপোজয়ী সিন্ধু। শেষপর্যন্ত তৃতীয় গেমেও ২১-১৮ ব্যবধানে জাপানি প্রতিপক্ষকে হারিয়ে দিলেন হায়দরাবাদী শাটলার। এক ঘন্টা ২৪ মিনিটের ম্যারাথন লড়াইয়ে ২০-২২, ২১-১৮, ২১-১৮ গেমে ওকুহারাকে হারিয়ে প্রথমবার অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের শেষ চারে পৌঁছলেন সিন্ধু। গতবছর কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছিল তাঁকে।
২০১৬ সালে রিও অলিম্পিকের ফাইনাল কিংবা ২০১৭ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ মুহূর্তে নার্ভ ফেল করেছেন সিন্ধু। এবার সেই মানসিক জোর বাড়ানোর দিকেই নজর দিয়েছেন গোপীচাঁদের ছাত্রী। আর তাতেই ওকুহারার বিরুদ্ধে এই সাফল্য বলে মনে করেন সিন্ধু নিজে।