বোর্ডের চুক্তিতে ফিরতে পারেন শামি !

নীরজ কুমারের রিপোর্টে নির্দোষ প্রমাণিত হলেই আবার ক্রিকেটের মূলস্রোতে ফিরতে পারবেন টিম ইন্ডিয়ার স্পিডস্টার।

Updated By: Mar 16, 2018, 08:23 PM IST
বোর্ডের চুক্তিতে ফিরতে পারেন শামি !

নিজস্ব প্রতিবেদন :  বিসিসিআইএর দুর্নীতিদমন শাখার ছাড়পত্র মিললে ফের বোর্ডের চুক্তিতে ফিরতে পারেন মহম্মদ শামি। নীরজ কুমারের রিপোর্টে নির্দোষ প্রমাণিত হলেই আবার ক্রিকেটের মূলস্রোতে ফিরতে পারবেন টিম ইন্ডিয়ার স্পিডস্টার। বোর্ডের এক শীর্ষকর্তা এমনটাই জানিয়েছেন সংবাদ সংস্থা পিটিআইকে।

আরও পড়ুন- নীরজ কুমারের রিপোর্টেই শামির আইপিএল ভাগ্য

বিবাহবহির্ভূত সম্পর্ক, দাদাকে দিয়ে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, খুনের চক্রান্ত-স্ত্রী হাসিন জানাহের এই সব অভিযোগ বোর্ডের 'এথিক্স কোড'-এর বাইরে। তাই ব্যক্তিগত বা পারিবারিক কোনও বিষয় নিয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দিয়েছে বোর্ড। শুধুমাত্র ম্যাচ গড়াপেটা এবং অন্যায়ভাবে পাক তরুণীর মাধ্যমে লন্ডনের এক ব্যবসায়ীর থেকে শামির টাকা নেওয়ার বিষয়টিই তদন্ত চালাচ্ছেন বোর্ডের দুর্নীতি দমন শাখার প্রধান নীরজ কুমার।    

আরও পড়ুন- দোষ প্রমাণিত হলে ফাঁসি দিন, বিস্ফোরক শামি

শুক্রবার এক বোর্ডকর্তা জানান, "বিষয়টি খুব সহজ। বোর্ডের নিজস্ব একটা এথিক্স কোড রয়েছে। ম্যাচ গড়াপেটা এবং আর্থিক লেনদেনের বিষয়টি বোর্ডের অ্যান্টি করাপশন ইউনিট তদন্ত করছে। যদি নীরজ কুমারের রিপোর্টে শামি নির্দোষ প্রমাণিত হন, তাহলে আবার শামির সঙ্গে বোর্ডের চুক্তি পুনর্নবীকরণ হবে"।

.