নিজস্ব প্রতিনিধি : বিশ্বকাপ সামনে। স্বাভাবিকভাবেই বিশ্বের যে কোন দলের যে কোনও ক্রিকেটার নিজেদের প্রস্তুত করার কাজটা অনেক আগে থেকে শুরু করে দিয়েছেন। ট্রেনিং সেশন থেকে শুরু করে মানসিক প্রস্তুতি, একেক জনের একেক রকম স্ট্র্যাটেজি। এই যেমন অম্বাতি রায়াড়ু বিশ্বকাপের কথা মাথায় রেখে এবার একখানা বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন। সাদা বলের ক্রিকেটের জন্য এবার লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন রায়াড়ু। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণে দলগঠনের লক্ষ্যে ভারত


ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের টি-২০ সিরিজ শুরুর ঠিক আগেই অবসরের কথা ঘোষণা করলেন তিনি৷ মাত্র ৩৩ বছর বয়সেই প্রথম শ্রেণির ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন তিনি। টেস্ট ও রঞ্জি ট্রফিতে আর দেখা যাবে না রায়াড়ুকে। তবে একদিনের ক্রিকেট ও টি-২০ তে খেলবেন। রায়াড়ু বলেছেন, ''আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে ছোট ফরম্যাটে খেলব৷ এত বছর ধরে আমাকে সাপোর্ট করার জন্য বিসিসিআই, এইচসিএ এবং বরোদা ও বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ।''


আরও পড়ুন-  এই প্রথম ধোনি ছাড়া কোনও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ভারত!


দেশের হয়ে একটাও টেস্ট খেলার সুযোগ পাননি রায়াড়ু। কিন্তু ভারতীয় দলের হয়ে ৪৫টি ওয়ান ডে এবং ৬টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি ৷ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৯৭টি৷ ২০০১-এ প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। তার পর ৯৭টি ম্যাচে ১৬টি সেঞ্চুরির দৌলতে ৬১৫১ রান করেন রায়াড়ু৷ সর্বোচ্চ রান ২১০৷ তবে জাতীয় দলের হয়ে টেস্টে অভিষেক হওয়ার দ্বোরগোড়ায় পৌঁছলেও শেষমেশ খেলা হয়নি হায়দরাবাদের এই ব্যাটসম্যানের। তা নিয়ে অবশ্য কখনও তাঁর মুখে আক্ষেপ শোনা যায়নি। বরং নিজেকে ওয়ান-ডে স্পেশালিস্ট হিসাবেই প্রতিষ্ঠিত করেছিলেন রায়াড়ু। এশিয়া কাপের ঠিক আগে ফের ভারতীয় দলে সুযোগ পান তিনি৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্যসমাপ্ত ওয়ান ডে সিরিজেও ভারতীয় দলে ছিলেন তিনি৷