IPL 2021: Bumrah র বলে ছক্কা হাঁকিয়ে ফ্রিজ ভাঙলেন Rayudu! রইল ভিডিয়ো
মুম্বই ইন্ডিয়ান্সের ডাগ আউটে রাখা ড্রিঙ্কস ফ্রিজগুলি কি চলতি আইপিএলের `সফ্ট টার্গেট`
নিজস্ব প্রতিনিধি: মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ডাগ আউটে রাখা ড্রিঙ্কস ফ্রিজগুলি কি চলতি আইপিএলের (IPL 2021) 'সফ্ট টার্গেট'! এমন প্রশ্ন এবার আসতেই পারে। কারণ এই নিয়ে দ্বিতীয়বার বিপক্ষের ব্যাটসম্যানের ছয়ে ভাঙল মুম্বইয়ের ফ্রিজ! গত মাসে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) ব্রিটিশ উইকেটকিপার-ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর ছক্কায় মুম্বইয়ের ফ্রিজ ভেঙেছিল। ট্রেন্ট বোল্টের লেন্থ ডেলিভারিতে গগনচুম্বী ছক্কা হাঁকিয়েছিলেন বেয়ারস্টো। এবার ফ্রিজ ভাঙলেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) আম্বাতি রায়ডু। জসপ্রীত বুমরার বলে এই কীর্তি ঘটালেন রায়ডু!
আরও পড়ুন: IPL 2021: 'KKR অত্যন্ত বোরিং, ফাস্ট ফরোয়ার্ড করে খেলা দেখি!' বলছেন Sehwag
গত শনিবার 'এল ক্লাসিকো'র ফাইনাল ওভারের থ্রিলারে চার উইকেটে মুম্বই হারিয়েছিল চেন্নাইকে। সৌজন্যে পোলার্ডের ৩৪ বলে ৮৭ রানের অপরাজিত ইনিংস। কিন্তু চেন্নাই এদিন প্রথমে ব্যাট করে যে ২১৮ রান তুলতে পেরেছিল, তার অন্যতম কৃতিত্ব ছিল রায়ডুর। আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর জানানো রায়ডু মিডল অর্ডারে ঝড় তুলে দিয়েছিলেন।২৭ বলে অপরাজিত ৭২ রান করেন তিনি। ৪টি চার ও ৭টি ছক্কা হাঁকান রায়ডু। ২৬৬.৬৭-এর স্ট্রাইক রেটে ব্যাট করেন তিনি। সপ্ত ছক্কার মধ্যেই একটি ছয় উড়ে আসে মুম্বইয়ের ডাগআউটে। আর ফ্রিজে বল লাগার সঙ্গে সঙ্গেই ঝনঝন করে ভেঙে পড়ে ফ্রিজের কাঁচ।