এশিয়ান কাপ থেকে বিদায়, জাতীয় দল থেকে অবসর নিলেন আনাস এডাথোডিকা
রুমমেট হিসেবে জেজে আর মাঠে সন্দেশ জিঙ্গানের মতো সতীর্থকে মিস করবেন বলেও জানান তিনি।
নিজস্ব প্রতিবেদন : শারজায় বাহরিনের কাছে হেরে এশিয়ান কাপ থেকে ছিটকে যাওয়ার পরেই পদত্যাগ করেন ভারতীয় ফুটবল দলের ব্রিটিশ কোচ স্টিফেন কনস্টানটাইন। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন জাতীয় দলের আর এক ফুটবলারও। তরুণ ফুটবলারদের সুযোগ করে দিতেই জাতীয় দলের হয়ে আর খেলবেন না জানিয়ে দিলেন আনাস এডাথোডিকা
সোমবার বাহরিনের বিরুদ্ধে ম্যাচ শুরুর মিনিট দুয়েকে পরেই হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য মাঠ ছেড়ে বেরিয়ে আসেন ৩১ বছর বয়সী সেন্ট্রাল ডিফেন্ডার আনাস এডাথোডিকা। গত দুই বছরে স্টিফেনের দলে রক্ষণে নিয়মিত সদস্য ছিলেন তিনি। এশিয়ান কাপ থেকে ভারতীয় দলের বিদায় নেওয়ার পরেই একপ্রকার নিঃশব্দেই জাতীয় দলকেও বিদায় বলে দিলেন আনাসও। টুইটার এবং ইনস্টাগ্রামে আবেগঘন পোস্টের মাধ্যমে আনাস অবসর ঘোষণা করেন।
টুইটারে তিনি লেখেন, "একটা খুব কঠিন সিদ্ধান্ত নিতে চলেছি, যেটা নেওয়া আরও কঠিন ছিল। আমি হয়তো আরও কয়েক বছর স্বচ্ছন্দে খেলতে পারতাম। কিন্তু আমি ভেবে দেখেছি এটাই সরে যাওয়ার সেরা সময়। তরুণ ফুটবলাররা সুযোগ সুযোগ করে দিতেই সরে দাঁড়ালাম। নতুনরা আরও ভালো পারফর্ম করবে।"
সেই সঙ্গে আনাস আরও জানান, বাহরিন ম্যাচের শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হই। এটা সারাজীবন আমাকে দুঃখ দেবে। জাতীয় দলে খেলার জন্য ১১ বছর অপেক্ষা করতে হয়েছে। কম সময়ের জন্য খেললেও আমি একশো শতাংশ দেওয়ার চেষ্টা করেছি। এটাই আমার কেরিয়ারের সেরা মুহূর্ত। স্টিফেন কনস্টানটাইনকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সতীর্থদেরও শুভেচ্ছা জানান। রুমমেট হিসেবে জেজে আর মাঠে সন্দেশ জিঙ্গানের মতো সতীর্থকে মিস করবেন বলেও জানান তিনি। ২০১৭ থেকে ২০১৯ জাতীয় দলের হয়ে ছোট্ট কেরিয়ারে ১৯ টি ম্যাচ খেলেছেন আনাস। বর্তমানে আইএসএলে কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলছেন তিনি।
আরও পড়ুন - এশিয়ান কাপ থেকে বিদায় ভারতের, সরে দাঁড়ালেন কোচ স্টিফেন কনস্টানটাইন