নিজস্ব প্রতিবেদন: বুধবার আবু ধাবিতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বড়সড় পরীক্ষায় নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। আর এই ম্যাচে বড় রানে ফিরতেমরিয়া আন্দ্রে রাসেলও। চেন্নাই এর বিরুদ্ধে ঝড় তোলার আগে কেকেআর ফ্যানদের গান শোনালেন দ্রে রাস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সিএসকে-র বিরুদ্ধে মাঠে নামার আগে রাসেলকে একেবারে ফুরফুরে মেজাজে পাওয়া গেল। আবুধাবিতে নেটে ব্যাটিং করতে যাওয়ার আগে ফ্যানদের জন্য নাইট রাইডার্স এর ক্যামেরার সামনে রাসেল ধরা দিলেন তিনি। ম্যাচ নিয়ে নানা কথা বলার পর মেকিং আপ টু ইউ- গানের দু কলি গাইতে গাইতে নেট সেশনে চলে গেলেন রাসেল।


 



আমিরশাহি আইপিএলে এখনও রাসেলের ব্যাটে মরু ঝড় দেখা যায়নি।  বরং বলা ভাল অনেকটাই নিষ্প্রভ থেকেছেন এই পাওয়ার হিটার ব্যাটসম্যান। চার ম্যাচে রাসেলের সংগ্রহ মাত্র ৪৮ রান। মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে করেন মাত্র ১১ রান। দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাট হাতে নামতে হয়নি তাঁকে। তৃতীয় ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে আসে ২৪ রান আর চতুর্থ ম্যাচে দিল্লির বিরুদ্ধে মাত্র ১৩ রান করেন আন্দ্রে রাসেল। সর্মথকরা প্রত্যেক ম্যাচে রাসেল ঝড় দেখার জন্য মুখিয়ে থাকেন। কিন্তু এখনও সেই ঝড় ওঠেনি। তবে চেন্নাই ম্যাচের নামার আগে রাসেলের প্রতিশ্রুতি,  "চেন্নাই বিরুদ্ধে ম্যাচটার দিকে তাকিয়ে আছি। আশা করি একটা ভালো ম্যাচ হতে চলেছে। আমার এখনও অনেক কিছু দেওয়ার বাকি রয়েছে। ছন্দে ফিরব আর সেটা হয়তো চেন্নাইয়ের বিরুদ্ধেই হতে পারে।"


এবারের আইপিএলে বল হাতে রাসেল ফর্মে থাকলেও ব্যাট হাতে চেনা মেজাজে পাওয়া যায়নি ক্যারিবিয়ান তারকাকে। তাই  নাইটভক্তরাও চেন্নাই ম্যাচ থেকেই রাসেলের ব্যাটে ঝড় দেখতে চাইছেন।



আরও পড়ুন-  IPL 2020: বুধবার মাঠে নামছে KKR,সামনে CSK; কঠিন পরীক্ষা কার্তিকের