জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের চিন্তায় ক্রিকেট বিশ্ব। বিবিসির (BBC) ‘টপ গিয়ার’ (Top Gear) অনুষ্ঠানের একটি পর্বের শ্যুটিং-এর সময় একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফ (Andrew Flintoff)। পরে তাঁকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও মঙ্গলবার জানানো হয়েছে তিনি এখন সুস্থ রয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার লন্ডনের (London) দক্ষিণে ডানসফোল্ড পার্ক অ্যারোড্রোমে (Dunsfold Park Aerodrome) অনুষ্ঠানের টেস্ট ট্র্যাকে এই ঘটনা ঘটে। বিবিসির একজন মুখপাত্র বলেছেন, ‘ফ্রেডি (Flintoff) আজ সকালে টপ গিয়ার টেস্ট ট্র্যাকে একটি দুর্ঘটনায় আহত হয়েছেন - ক্রু চিকিৎসকরা ততক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছে যান। তাঁকে পরবর্তী চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা যথাসময়ে আরও বিস্তারিত জানাবো’।


আরও পড়ুন: FIFA World Cup 2022 Semi Final, ARG vs CRO: মদ্রিচদের বিরুদ্ধে চার বছর আগের বদলা নিয়ে ফাইনালে মেসির আর্জেন্টিনা, দিয়েগোকে ছোঁয়ার অপেক্ষা


সূত্র মারফত জানা গিয়েছে, ’শ্যুটিং-এর জন্য প্রয়োজনীয় সব স্বাস্থ্য এবং নিরাপত্তা ব্যবস্থা ছিল’। তিনি আরও বলেন, ‘এর পরেই ফ্রেডিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়’।


তিনি জানিয়েছেন ‘শ্যুটিং আপাতত স্থগিত করা হয়েছে এবং ফ্রেডি সুস্থ হয়ে অঠাই এখন সকলের মূল চিন্তা’।


আরও পড়ুন: Lionel Messi, FIFA World Cup: হার-জিত যাই হোক, লুসেল থেকেই আর্জেন্টিনাকে বিদায় জানাবেন, জানিয়ে দিলেন মেসি


অল-রাউন্ডার ফ্লিনটফ ২০১০ সালে ক্রিকেট ছেড়ে দেন এবং ২০১৯ সালে হোস্ট হিসাবে টপ গিয়ারে যোগ দেন। এর মাঝেই কিছুদিন বক্সিংয়েও ক্যারিয়ার তৈরির চেষ্টা করেছিলেন তিনি।


১৮ বছরের খরার পরে ইংল্যান্ডের প্রথম অ্যাশেজ জয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি ২০০৫ অ্যাশেজে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।


ইয়ান বথামের পর ইংল্যান্ডের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে মনে করা হয় ফ্লিনটফকে। তিনি ৭৯টি টেস্ট, ১৪১টি ওয়ানডে এবং ৭টি টি-টোয়েন্টিতে সাত হাজারের বেশি রান করেছেন এবং সব ফরম্যাট মিলে ৪০০ উইকেট নিয়েছেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)