জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium, Delhi) মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা (BAN vs SL, World Cup 2023)। ৫৩ বল হাতে রেখে বাংলাদেশ তিন উইকেটে ম্য়াচ জিতেছে। তবে এই ম্য়াচের ফলাফল বা স্কোরবোর্ড নিয়ে আর কেউই আলোচনা করেনি। কাপযুদ্ধের ৩৮ নম্বর ম্য়াচে এমন এক ঘটনা ঘটেছিল, যা নিয়ে এখনও আলোচনা অব্যাহত। দেশের রাজধানীতে লেখা হয়েছিল ক্রিকেট ইতিহাস! এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে টাইম-আউট হয়ে (Time-Out Dismissal) সাজঘরে ফিরেছিলেন কোনও ব্য়াটার! অনাকাঙ্খিত রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্য়াথিউজ (Angelo Mathews)। ম্য়াচের পর খুব চেনা একটা ক্রিকেটীয় দৃশ্য দেখা যায়নি। দুই দলের ক্রিকেটাররা হ্য়ান্ডশেক করেননি। শ্রীলঙ্কার ক্রিকেটাররা অনফিল্ড আম্পায়ারদের সঙ্গে হাত মিলিয়ে ফিরে যান সাজঘরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Sachin Tendulkar | Afghanistan: আফগানদের অনুরোধ ছিল, ক্লাস নিয়েছেন মাস্টার, গুরুদক্ষিণা কী দিলেন ছাত্ররা?


ম্য়াচের পর সাংবাদিক বৈঠক এসেছিলেন ম্য়াথিউজ। তাঁকে প্রশ্ন করা হয়েছিল কেন তাঁরা বাংলাদেশের সঙ্গে করমর্দন করেননি। যার উত্তরে দ্বীপরাষ্ট্রের ত্রিকেটার বলেন, 'যারা আমাদের সম্মান করে, আমরা তাদেরই সম্মান করি। তার মানে এই নয় যে, বাংলাদেশকে এই খেলাটার প্রতি সম্মান জানাতে হবে। আমরা সকলেই এই অসাধারণ খেলাটার অ্যাম্বাসেডর। এর মধ্য়ে আম্পায়াররাও রয়েছেন। কেউ যদি সম্মান না করে, নিজেদের কমন সেন্স না খাটায়, তাহলে তারা আর কী প্রত্যাশা করতে পারে!'


ম্য়াচে টস জিতে বাংলাদেশ ব্য়াট করতে পাঠিয়েছিল শ্রীলঙ্কাকে। ছয়ে নেমেছিলেন অ্যাঞ্জেলো। ২৪.২ ওভারের খেলা চলছিল তখন। শ্রীলঙ্কার স্কোরবোর্ডে তখন রান ছিল ১৩৫। চলে গিয়েছিল পাঁচ উইকেট। অ্যাঞ্জেলো ব্য়াট করতে নেমে দেখেছিলেন যে, তাঁর হেলমেটের স্ট্র্যাপ ভেঙে গিয়েছে। বিকল্প হেলমেটের অপেক্ষা করছিলেন তিনি। বাংলাদেশের অধিনায়ক দেরি দেখে আম্পায়ারের কাছে টাইম-আউটের আবেদন করেন। আম্পায়ারেরও আউট দেওয়া ছাড়া আর কোনও রাস্তাই খোলা ছিল না। অ্য়াঞ্জেলো তাঁর সমস্য়ার কথা সাকিবকে বোঝান। কিন্তু সাকিব তাঁর আবেদন প্রত্যাহার করেননি। ফলে বাধ্য হয়েই অ্যাঞ্জেলোকে মাঠে নেমেই ফিরে যেতে হয় সাজঘরে।


আরও পড়ুন: World Cup 2023: এবার যেন ছয়ের প্রদর্শনী, সব রেকর্ড ভেঙে গেল, কতগুলি ওভার বাউন্ডারি এল?
 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)