WATCH | Hardik Pandya | IPL 2024: `দেশের হয়ে খেলে না, সোজা আইপিএল`! হার্দিককে তীব্র কটাক্ষ প্রাক্তন নক্ষত্রের
Angry Praveen Kumar Blasts Hardik Pandya For Giving Importance to IPL: বরাবরই ঠোঁটকাটা প্রবীণ কুমার। ভারতের প্রাক্তন তারকা পেসার সোজা কথা সোজা ভাবেই বলেন। এবার ধুয়ে দিলেন হার্দিক পাণ্ডিয়াকে।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: গতবছর ডিসেম্বরেই নীল সাম্রাজ্যে রোহিত (শর্মা) (Rohit Sharma) যুগের অবসান ঘটেছে! মুম্বইয়ের (ইন্ডিয়ান্স) মসনদে বসেছেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। রিকি পন্টিং থেকে রোহিতের হাতে উঠেছিল অধিনায়কত্বের ব্যাটন। রোহিতের নেতৃত্বে মুম্বই পাঁচবার আইপিএল সেরা হয়। এমএস ধোনির সঙ্গে (MS Dhoni) যুগ্মভাবে রোহিত ক্রোড়পতি লিগের সফলতম অধিনায়ক। নেতা হিসেবে রোহিতের সঙ্গে মুম্বইয়ের ১০ বছরের সম্পর্ক শেষ হয়েছে। এবার হার্দিক যুগের সূচনা। আগামী ২৪ মার্চ মুম্বইয়ের আইপিএল অভিযান শুরু হচ্ছে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে।
আরও পড়ুন: মাথায় আকাশ ভেঙে পড়ল হার্দিকদের, অনিশ্চিত বিশ্ব কাঁপানো ভারতীয় মহানক্ষত্র!
আচমকাই রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করার সিদ্ধান্ত বহু মুম্বই ইন্ডিয়ান্সের ফ্য়ানই মেনে নিতে পারেননি। এমনকী হার্দিককে প্রকাশ্য়ে দেখলেও রোহিত অনুরাগীরা 'রোহিত... রোহিত' ধ্বনিতে ট্রোল করছেন। ভারতের প্রাক্তন পেসার প্রবীণ কুমার যদিও হার্দিককে ছেড়ে কথা বললেন না। একেবারে ছিঁড়ে খেলেন তাঁকে। হার্দিক অত্য়ন্ত চোটপ্রবণ ক্রিকেটার। তিনি মাঠে কম রিহ্য়াবে থাকেন বেশি। বিশ্বের অন্য়তম সেরা অলরাউন্ডারকে এবার চরম কটাক্ষ করলেন প্রবীণ। সাফ বলে দিলেন যে, হার্দিকের কাছে সবার আগে আইপিএল। তিনি ঘরোয়া ক্রিকেট বা আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ভাবিত নন।
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যার সত্য়তা যাচাই করে দেখেনি জি ২৪ ঘণ্টা। সেখানে প্রবীণকে একজন প্রশ্ন করেন, 'আচ্ছা মুম্বই ইন্ডিয়ান্স কি দ্রুততায় অধিনায়ক বদলের সিদ্ধান্ত নিল? সোজা হার্দিককে অধিনায়ক করে দেওয়ার সিদ্ধান্ত কি ঠিক? উত্তরে প্রবীণ ঝাঁজিয়ে বলেন, 'আইপিএল শুরুর ঠিক দু'মাস আগে তোমার চোট লাগে। চোটের জন্য তুমি খেলতে পার না। তুমি রাজ্য় ও দেশের হয়ে খেল না। সরাসরি আইপিএল খেল। এভাবে চলতে পারে না। টাকা কামাও না তুমি, কে বাধা দিচ্ছে তোমাকে? এখানে কোথাও ভুল নেই। কিন্তু তোমাকে রাজ্য় ও দেশের হয়ে খেলতে হবে। তোমাদের মতো লোক শুধুই আইপিএলকে গুরুত্ব দেয়।' প্রবীণ মনে করেন যে, রোহিত আরও তিন বছর মুম্বইয়ের অধিনায়কত্ব করতে পারতেন। কিন্তু তিনি বিষয়টিকে টিম ম্য়ানেজমেন্টের সিদ্ধান্ত হিসেবেই দেখছেন।
আইপিএল নিলামে হার্দিক মুম্বইতে আসতেই লেখা হয় আইপিএল ইতিহাস। এই প্রথম কোনও আইপিএল জয়ী অধিনায়ক দলবদল করলেন। ২০২২ সালে গুজরাতের আইপিএল অভিষেক হয়। আর শুরুতেই হার্দিকের টিম চ্যাম্পিয়ন হয়। ২০২৩ সালে হার্দিকের দল রানার্স হয়েছিল। রুদ্ধশ্বাস ফাইনালে গুজরাতকে হারতে হয়েছিল চেন্নাই সুপার কিংসের কাছে। হার্দিক গুজরাতের হয়ে ৩০ ইনিংস খেলে ৮৩৩ রান করেছেন। তাঁর গড় ৪১.৬৫। স্ট্রাইক রেট ১৩৩.৪৯। ৮.১-এর ইকোনমি রেটে নিয়েছেন ১১ উইকেটও। অতীতে দুই অধিনায়ক দলবদল করেছেন। তাঁরা আর অশ্বিন ও অজিঙ্কা রাহানে। পঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের মধ্য়ে এই বদলাবদলি হয়েছে। ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত হার্দিক খেলেছেন মুম্বইয়ের হয়ে। নীল জার্সিতে চারবার (২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০) জিতেছেন খেতাব। নীতার ফ্র্যাঞ্চাইজি হার্দিককে ছাড়তে বাধ্য় হয়েছিল, নাহলে তারা বেশ কিছু প্লেয়ারকে ধরে রাখতে পারত না। হার্দিককে সবার আগে পুল থেকে তুলে নেয় গুজরাত। সঙ্গে রশিদ খান ও শুভমন গিলকেও নেয় সবরমতী নদীর ধারের ফ্র্যাঞ্চাইজি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)