Mumbai Indians | IPL 2024: মাথায় আকাশ ভেঙে পড়ল হার্দিকদের, অনিশ্চিত বিশ্ব কাঁপানো ভারতীয় মহানক্ষত্র!

Mumbai Indians suffer big blow as Suryakumar Yadav likely to miss matches: আইপিএল শুরুর আগেই রক্তচাপ বাড়ল হার্দিক পাণ্ডিয়াদের! বিশ্বের এক নম্বর টি-২০ ব্য়াটারই এবার অনিশ্চিত হয়ে পড়লেন।  

Updated By: Mar 12, 2024, 09:00 PM IST
Mumbai Indians | IPL 2024: মাথায় আকাশ ভেঙে পড়ল হার্দিকদের, অনিশ্চিত বিশ্ব কাঁপানো ভারতীয় মহানক্ষত্র!
চাপে পড়ে গেলেন হার্দিকরা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুয়ারে সপ্তদশ আইপিএল (IPL 2024)। হাতে আর ঠিক ১০ দিন বাকি। ঠিক এই সময়ে দাঁড়িয়ে বিরাট ধাক্কা খেল পাঁচবারের  আইপিএল চ্য়াম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। জানা যাচ্ছে দলের মহানক্ষত্র সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) অনিশ্চিত হয়ে পড়লেন। বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটারকে নিয়ে চলে এল বিরাট আপডেট।

আরও পড়ুন: WATCH | Arjun Tendulkar | IPL 2024: মালিঙ্গার সামনেই 'টোক্রাশার' সচিনপুত্র! নেটে গড়াগড়ি খেলেন ব্যাটার...

এক সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, 'সূর্যর রিহ্য়াব ঠিক পথেই হচ্ছে। ও নিশ্চিত ভাবে আইপিএলে প্রত্য়াবর্তন করবে। জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমির স্পোর্টস সায়েন্স ও মেডিক্যাল টিমের ছাড়পত্র পাওয়ার উপর ব্য়াপারটা নির্ভর করছে। মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্য়াচ ২৪ মার্চ আহমেদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। দ্বিতীয় ম্য়াচ ২৭ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। এই দুই অ্যাওয়ে ম্য়াচে সূর্যর খেলা অনিশ্চিত।'

গত ডিসেম্বরের ঘটনা। বিশ্বকাপ শেষ করেই সূর্যের নেতৃত্বে ভারত তিন ম্য়াচের টি-২০ সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তারপর সূর্য দক্ষিণ আফ্রিকা উড়ে যান রিঙ্কু সিংদের নিয়ে। খেলেন তিন ম্য়াচের টি-২০ সিরিজ। সিরিজের শেষ তথা তৃতীয় ম্য়াচে সূর্য ঝকঝকে সেঞ্চুরি করেন। যদিও ভারত জেতেনি। সিরিজ ১-১ ড্র হয়ে যায়। জোহানেসবার্গে ওই ম্য়াচে খেলতে গিয়েই সূর্য ফিল্ডিংয়ের সময়ে মারাত্মক চোট পান। 

দ্বিতীয় ইনিংসের পাওয়ার প্লে'র শুরুতেই বিশ্বের এক নম্বর টি-২০ ব্য়াটারের জীবনে নেমে আসে বিপত্তি। ফিল্ডিং করার সময় তাঁর গোড়ালি ঘুরে যায়। বাধ্য হন মাঠ ছাড়তে। নিজের পায়ে ভর দিয়েও দাঁড়াতে পারছিলে না সূর্য। সতীর্থদের কাঁধে ভর দিয়ে সাজঘরে ফিরেছিলেন। বাকি ম্যাচে রবীন্দ্র জাদেজা দলকে নেতৃত্ব দেন। সূর্যকুমার এরপর দেশে ফিরে আসেন। তারপর সূর্যর অস্ত্রোপচার হয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার পর থেকে সূর্য আর কোনও প্রতিযোগিতামূলক ম্য়াচে অংশ নেননি। শুধু আইপিএলই নয়, সূর্যর দিকে তাকিয়ে ভারতীয় ক্রিকেট দল। কারণ আইপিএল শেষ হলেই রয়েছে টি-২০ বিশ্বকাপ। এবার দেখার সূর্য কত দ্রুত ফিরতে পারেন মাঠে!

আরও পড়ুন: Sourav Ganguly On Yusuf Pathan: বহরমপুরে কিন্তু ব্রেট লি'র সঙ্গে লড়াই! পাঠানকে সতর্ক করলেন মহারাজ

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

.