ব্যুরো: চার দিনেই শেষ ইডেন টেস্ট। তাই মঙ্গলবার শহর ছাড়ার আগে বাঙালির সেরা উৎসব দুর্গোৎসবে সামিল হলেন ভারতীয় দলের কোচ অনিল কুম্বলে। মঙ্গলবার সকালে দক্ষিণ কলকাতার সেলিমপুর পল্লীর পুজো উদ্বোধন করেন তিনি। সেখানে অনাথ শিশুদের সঙ্গেও বেশ কিছুক্ষণ সময় কাটান প্রাক্তন এই লেগ স্পিনার। তাদের হাতে তুলে দেন জামাকাপড়। এমনিতেই পুজোর আনন্দ। তারপর কুম্বলের কাছ থেকে উপহার পেয়ে বাড়তি আনন্দে মাতলেন শিশুরা।


মঙ্গলবারের সকালটা একটু অন্যরকমভাবে কাটালেন ভরাতীয় দলের কোচ অনিল কুম্বলে। খেলা চললে মঙ্গলবার সকালটা ইডেনেই কাটাতে হত জাম্বোকে। সময় পেয়েই দক্ষিণ কলকাতার সেলিমপুর পুজো মণ্ডপে হাজির ভারতীয় দলের কোচ। কলকাতা এখন ম ম করছে পুজোর গন্ধে। গোটা শহর সেজে উঠেছে। হোটেল থেকে ইডেনে যাওয়ার পথে নিশ্চয়ই তা নজর এড়ায়নি কুম্বলেরও। পুজোর উদ্বোধনের অনুরোধ ফেলতে পারেননি কুম্বলে। মঙ্গলবার সকালে সেমিলপুর পল্লীর পুজোমণ্ডপ উদ্বোধন করেন তিনি। যেখানে তুলে আনা হয়েছে কুমোরটলি পাড়া। প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করেন বিরাটদের হেডস্যার। প্রতিমা আর মন্ডপের আবহ দেখে একেবারে তাজ্জব হয়ে যান কুম্বলে। তারপর অনাথ শিশুদের হাতে তুলে দেন নতুন জামাকাপড়। এমনিতেই পুজোর আনন্দ। তারপর কুম্বলের কাছ থেকে উপহার পেয়ে বাড়তি আনন্দ এই শিশুদের।