ওয়েব ডেস্ক: বিসিসিআই-এর কাছে টেস্ট ক্রিকেটারদের টাকা বাড়ানোর দাবি জানালেন বিরাট কোহলি। বোর্ডের প্রশাসনিক কমিটির কাছে ত্রিস্তরীয় গ্রেডেশনে  টেস্ট ক্রিকেটারদের টাকা সবচেয়ে বেশি করার প্রস্তাব দিয়েছেন অলিন কুম্বলেও। রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত অধিনায়ক তার প্রস্তাব পেশ করেন প্রশাসনিক কমিটির কাছে। তবে এই প্রস্তাব কতটা কার্যকর করতে পারবে বিসিসিআই তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারন ছোট ফরম্যাটের ক্রিকেটে খেলা ক্রিকেটারদের মধ্যে একমাত্র বিরাট কোহলি ও আর অশ্বিন ছাড়া কোনও ক্রিকেটারই বিরাট টাকা পান না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বার্সেলোনাকে পিছনে ফেলে স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ


এদিকে অনিল কুম্বলেও তার মাইনে বাড়িয়ে আট কোটি টাকা করার প্রস্তাব দিয়েছেন। তবে গোল বেধেছে অন্য জায়গায়। বিরাট,কুম্বলের দেওয়া এই প্রস্তাব নিয়েও বোর্ড কর্তা ও প্রশাসনিক কমটির মধ্যে তৈরি হয়েছে দ্বিমত।


আরও পড়ুন  শেষ ম্যাচে জিতেও শেষ রক্ষা হল না, ট্রফিহীন মরশুম বার্সেলোনার