গোড়ালিতে চোট, জর্ডনের বিরুদ্ধে ম্যাচে নেই সুনীল ছেত্রী
৫ নভেম্বর আইএসএল-এ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে চোট পান বেঙ্গালুরু এফসি-র সুনীল ছেত্রী।
নিজস্ব প্রতিবেদন : গোড়ালির চোটের জন্য অন্তত দুই সপ্তাহ বিশ্রাম প্রয়োজন। আর তাই আপাতত মাঠের বাইরে চলে গেলেন ভারতের এক নম্বর স্ট্রাইকার সুনীল ছেত্রী। জর্ডনের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে নেই সুনীল। ১৭ নভেম্বর জর্ডনের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল।
আরও পড়ুন - আজ যুবভারতীতে আই লিগের মগডালে ওঠার লড়াইয়ে নামছে ইস্টবেঙ্গল
৫ নভেম্বর আইএসএল-এ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে চোট পান বেঙ্গালুরু এফসি-র সুনীল ছেত্রী। এরপর বেঙ্গালুরুর তরফে সেই চোটের এমআরআই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে জাতীয় দলের কাছে। সেই রিপোর্ট হাতে পেয়েছেন ভারতীয় দলের ফিজিওথেরাপিস্ট গিগি জর্জ। সুনীলের এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পর তিনি বলেন, "সুনীলের দু সপ্তাহের বিশ্রামের দরকার। এবং তারপর রিহ্যাব করেই অনুশীলনে নামতে পারবেন।" এএফসি এশিয়ান কাপের লক্ষ্যেই এই ম্যাচের আয়োজন করেছে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন।
জর্ডন ম্যাচের জন্য ইতিমধ্যেই নয়া দিল্লিতে প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছেন কোচ স্টিফেন কনস্টানটাইন।
১৭ নভেম্বর আম্মানের কিং আবদুল্লা-টু স্টেডিয়ামে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে জর্ডনের মুখোমুখি হবে ভারত। ১৫ নম্বর ভারত ছাড়ছে স্টিফেন কনস্টানটাইনের দল। জর্ডনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে সুনীলকে না পাওয়া ভারতীয় শিবিরে বড় ধাক্কা বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।